Advertisement

S Somnath Diagnosed With Cancer: ISRO প্রধান সোমনাথের ক্যান্সার, Aditya L-1 মিশনের দিনই আসে খারাপ খবর, তবে...

ক্যান্সারে আক্রান্ত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো-র প্রধান এস সোমনাথ। যেদিন ভারতের আদিত্য-এল ১ মিশন মহাকাশে যাত্রা করেছিল, সেদিনই তাঁর ক্যান্সার ধরা পড়ে। টারমাক মিডিয়া হাউসকে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ নিজেই একথা জানিয়েছেন।

ভারতের সৌর যাত্রার দিনেই ক্যান্সার ধরা পড়ে ISRO প্রধান এস সোমনাথেরভারতের সৌর যাত্রার দিনেই ক্যান্সার ধরা পড়ে ISRO প্রধান এস সোমনাথের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2024,
  • अपडेटेड 2:54 PM IST
  • ক্যান্সারে আক্রান্ত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো-র প্রধান এস সোমনাথ
  • টারমাক মিডিয়া হাউসকে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ নিজেই একথা জানিয়েছেন

ক্যান্সারে আক্রান্ত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো-র প্রধান এস সোমনাথ। যেদিন ভারতের আদিত্য-এল ১ মিশন মহাকাশে যাত্রা করেছিল, সেদিনই তাঁর ক্যান্সার ধরা পড়ে। টারমাক মিডিয়া হাউসকে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ নিজেই একথা জানিয়েছেন। সোমনাথ বলেন, "চন্দ্রযান-৩ মিশন লঞ্চের সময় কিছু স্বাস্থ্য সমস্যা ছিল। যাইহোক, এটা আমার কাছে তখনও পরিষ্কার ছিল না, আমার কাছে এটা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। আদিত্য-এল ১ মিশনটি যেদিন চালু হয়েছিল সেদিনই ক্যান্সার ধরা পড়ে।'

২০২৩ সালের ২ সেপ্টেম্বর ভারতের প্রথম মহাকাশ-ভিত্তিক সৌর মানমন্দির আদিত্য-এল ১ সূর্য অধ্যয়নের জন্য তার যাত্রা শুরু করেছিল। ওইদিনই এস সোমনাথের একটি স্ক্যান করা হয়। তাঁর পেটে বৃদ্ধি দেখা গিয়েছিল। আরও স্ক্যানের জন্য তিনি চেন্নাই যান। সেখানেই বংশগত রোগের উপস্থিতি নিশ্চিত করা হয়।

কেমোথেরাপির পর এস সোমনাথের অপারেশন করা হয়

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এটি পরিবারের জন্য একটি ধাক্কা ছিল। কিন্তু এখন আমি ক্যান্সার এবং এর চিকিৎসাকে সমাধান হিসেবে দেখছি। আমি সেই সময়ে সম্পূর্ণ নিরাময় সম্পর্কে অনিশ্চিত ছিলাম, আমি প্রক্রিয়াটির মধ্য দিয়ে যাচ্ছিলাম।'

সোমনাথ জানিয়েছেন যে হাসপাতালে মাত্র চার দিন কাটানোর পরই তিনি ইসরোতে নিজের কাজে ফিরে আসেন। পঞ্চম দিন থেকে কোনও ব্যথা বেদনা ছাড়াই কাজ করেন। তিনি বলেন, 'আমার নিয়মিত চেকআপ এবং স্ক্যান করা হবে। কিন্তু, এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি এবং আমার দায়িত্ব আবার শুরু করেছি।'

Read more!
Advertisement
Advertisement