Advertisement

চন্দ্রযান ৩-এর পর ফের চমক ISRO-র, ৭টি বিদেশী স্যাটেলাইট নিয়ে উড়ল রকেট

চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পর আজ আরও একটি রেকর্ড গড়েছে ISRO। সকাল সাড়ে ৬টায় সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার শ্রীহরিকোটা কেন্দ্র থেকে PSLV-C56 উৎক্ষেপণ করা হয়েছে। এটি রকেটের ৫৮তম ফ্লাইট। এর উৎক্ষেপণ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ISRO-র তরফে জানানো হয়েছে যে মিশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। PSLV-C56 সঠিকভাবে তাদের কক্ষপথে সাতটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 30 Jul 2023,
  • अपडेटेड 8:33 AM IST
  • চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পর আজ আরও একটি রেকর্ড গড়েছে ISRO। সকাল সাড়ে ৬টায় সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার শ্রীহরিকোটা কেন্দ্র থেকে PSLV-C56 উৎক্ষেপণ করা হয়েছে। এটি রকেটের ৫৮তম ফ্লাইট। এর উৎক্ষেপণ নিয়
  • সকাল সাড়ে ৬টায় সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ISRO।
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার শ্রীহরিকোটা কেন্দ্র থেকে PSLV-C56 উৎক্ষেপণ করা হয়েছে।

চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পর আজ আরও একটি রেকর্ড গড়েছে ISRO। সকাল সাড়ে ৬টায় সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার শ্রীহরিকোটা কেন্দ্র থেকে PSLV-C56 উৎক্ষেপণ করা হয়েছে। এটি রকেটের ৫৮তম ফ্লাইট। এর উৎক্ষেপণ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ISRO-র তরফে জানানো হয়েছে যে মিশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। PSLV-C56 সঠিকভাবে তাদের কক্ষপথে সাতটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে।

PSLV-C56 মিশন দুই সপ্তাহের মধ্যে ভারতীয় মহাকাশ সংস্থার দ্বিতীয় বড় মিশন। আজ সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। ভারত এর আগে ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদে চন্দ্রযান-৩ মিশন চালু করেছিল। DS-SAR এই উৎক্ষেপণের প্রধান উপগ্রহ। যা পাঠিয়েছে সিঙ্গাপুরের ডিএসটিএ অ্যান্ড এসটি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিঙ্গাপুরের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা। এই স্যাটেলাইটটি স্থাপন করা হলে এবং কাজ শুরু করলে, এটি সিঙ্গাপুর সরকারকে মানচিত্র তৈরিতে সহায়তা করবে। অর্থাৎ স্যাটেলাইট ছবি তোলা সহজ হবে।

এসটি ইঞ্জিনিয়ারিং এই স্যাটেলাইটটি ব্যবহার করে অনেক ধরণের ছবি ধারণ করবে যাতে এটি ভূ-স্থানিক পরিষেবাগুলিকে দেওয়া যায়। এছাড়াও বাণিজ্যিক লেনদেন করা যেতে পারে। DS-SAR একটি সিন্থেটিক অ্যাপারচার রাডার পেলোড বহন করে। যেটি তৈরি করেছে ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এই স্যাটেলাইট দিন-রাত যেকোনো আবহাওয়ায় ছবি তুলতে থাকবে। আরও ছয়টি ছোট উপগ্রহের পাশাপাশি এই স্যাটেলাইটের ওজন ৩৬০ কেজি। যা PSLV-C56 রকেট দ্বারা মহাকাশের নিকট-নিরক্ষীয় কক্ষপথে (NEO) ছেড়ে দেওয়া হবে। এটি প্রায় ৫৩৫ কিলোমিটার উপরে। কিন্তু ৫ ডিগ্রি কাত দিয়ে। এর বাইরে আরও ছয়টি ছোট স্যাটেলাইট যাচ্ছে। এগুলো সবই মাইক্রো বা ন্যানো স্যাটেলাইট।

কোন স্যাটেলাইট যাচ্ছে? 

১. VELOX-AM: এটি একটি ২৩ কেজি প্রযুক্তি প্রদর্শনকারী মাইক্রোস্যাটেলাইট। 
২. ARCADE: এটিও একটি পরীক্ষামূলক উপগ্রহ। যার পুরো নাম - Atmospheric Coupling and Dynamic Explorer. 
৩. SCOOB-II: এটি একটি ৩U ন্যানো স্যাটেলাইট যা একটি বিশেষ ধরনের প্রযুক্তি প্রদর্শন পরীক্ষা করে। 
৪. NuLion: এটি NuSpace দ্বারা তৈরি করা হয়. অর্থাৎ এটি একটি অত্যাধুনিক ৩U ন্যানো স্যাটেলাইট। এর মাধ্যমে শহর ও প্রত্যন্ত অঞ্চলে বিনা বাধায় ইন্টারনেট অব থিংসের সুবিধা দেওয়া হবে। 
৫. গ্যালাসিয়া-২: এটিও একটি ৩U ন্যানো স্যাটেলাইট, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। 
৬. ORB-১২ STRIDER: এটি আন্তর্জাতিক সহযোগিতার অধীনে নির্মিত একটি স্যাটেলাইট। এটি সিঙ্গাপুরের Aliena Pte Ltd কোম্পানি তৈরি করেছে।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement