Advertisement

খালেদার শেষকৃত্যে থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, অশান্তির আবহে বড় সিদ্ধান্ত ভারতের

ভারত-বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সম্প্রতি তলানির দিকে। কিন্তু ভারত যে মোটেই তেমনটি চাইছে না, তা স্পষ্ট করল নয়াদিল্লি।

খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির থাকবেন এস জয়শঙ্করখালেদা জিয়ার শেষকৃত্যে হাজির থাকবেন এস জয়শঙ্কর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 6:43 PM IST
  • ভারত-বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সম্প্রতি তলানির দিকে।
  • ভারত যে মোটেই তেমনটি চাইছে না, তা স্পষ্ট করল নয়াদিল্লি।
  • খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারত-বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সম্প্রতি তলানির দিকে। কিন্তু ভারত যে মোটেই তেমনটি চাইছে না, তা স্পষ্ট করল নয়াদিল্লি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামীকালই ঢাকায় পৌঁছবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জয়শঙ্কর ঢাকা সফরে যাচ্ছেন। অন্যদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে ঢাকা পৌঁছাবেন। এছাড়া, খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের বিদেশমন্ত্রী ও মলদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য বিষয় হল, ২০২৪ সালে জুলাই বিপ্লবে হাসিনার পতনের পর থেকেই নয়া দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের টানা অবনমন ঘটছিল। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের ঢাকা যাওয়ার বার্তা বাংলাদেশের প্রতি ভারতের বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে  ৮০ বছর বয়সে প্রয়াত হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া।  ঢাকার হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। বয়সজনিত একাধিক অসুখ ছিল খালেদার। সিরোসিস অফ লিভারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। চলছিল লাস্ট স্টেজ। এছাড়াও আর্থারাইটিস, ডায়াবেটিসের রোগী ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি বুকে যন্ত্রণা এবং হৃদযন্ত্রের সমস্যাও দেখা দিয়েছিল। 

গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের CCU-তে ভর্তি ছিলেন তিনি। ১১ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। মাত্র ২ দিন আগেই তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা গুরুতর। একটি ফেসবুক পোস্টে BNP জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টা নাগাদ চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত বলে ঘোষণা করেছেন। 
 

Read more!
Advertisement
Advertisement