ফের উত্তপ্ত উপত্যকা। শোপিয়ানে এনকাউন্টার। মৃত ৩ লস্কর জঙ্গি। মঙ্গলবার সকাল থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। জামপাথরি কেলারশোপিয়ানের জিনপাথের কেলার এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টার চলে। ঘটনায় এক সন্ত্রাসবাদী নিহত হয়। আরও দুই সন্ত্রাসবাদীকে আটক করা হয়েছে।
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের জামপাথ্রিতে গুলিবর্ষণ চলছে। যৌথ বাহিনীর গুলিতে সন্ত্রাসবাদীদের নিকেশ করে। পরস্পরের মধ্যে গুলি বিনিময় চলতে থাকে।
আজ শোপিয়ানের অনেক এলাকায় পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের নাম করে পোস্টার লাগানো হয়। সন্ত্রাসবাদীদের তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছে। পাহেলগাঁও হামলায় নিরীহ পর্যটক খুনে তিন পাকিস্তানি সন্ত্রাসবাদীর সন্ধানে সেনাবাহিনী তৎপরতা জোরদার করেছে।
নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় জঙ্গিদের খোঁজে পোস্টার লাগায়। উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগাঁও পর্যটকদের উপর সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল।