Advertisement

রাষ্ট্রপতি পদক পাচ্ছেন জাভেদ শামিম, বাংলার আর কোন কোন পুলিশকর্মী? তালিকা

প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পুলিশ পদক দিয়ে সম্মানিত করবেন পুলিশ কর্মীদের। রাজ্য থেকে ২২ জন রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান পেতে চলেছেন। তাঁদের মধ্যে রাষ্ট্রপতি পদক (President’s Medal) পাচ্ছেন পশ্চিমবঙ্গের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম (Jawed Shamim)।

জাভেদ শামিম।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Jan 2023,
  • अपडेटेड 1:08 PM IST
  • প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পুলিশ পদক দিয়ে সম্মানিত করবেন পুলিশ কর্মীদের।
  • রাজ্য থেকে ২২ জন রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান পেতে চলেছেন।

প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পুলিশ পদক দিয়ে সম্মানিত করবেন পুলিশ কর্মীদের। রাজ্য থেকে ২২ জন রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান পেতে চলেছেন। তাঁদের মধ্যে রাষ্ট্রপতি পদক (President’s Medal) পাচ্ছেন পশ্চিমবঙ্গের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম (Jawed Shamim)।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২২ জনের মধ্যে দু’জন পাচ্ছেন রাষ্ট্রপতি পদক। তাঁরা হলেন, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এএসআই (সশস্ত্র) শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পাচ্ছেন সুনীলকুমার চৌধুরি (আইজি, ভবানী ভবন), ধীরেন্দ্র সিংহ (এসিপি, কলকাতা পুলিশ), শঙ্করপ্রসাদ ঘরাই (ডিএসপি, ভবানী ভবন), স্বরূপকান্তি পাহাড়ি (ইন্সপেক্টর, কলকাতা পুলিশ), অচিন্ত্য সরকার, নীলমণি নন্দী (ইন্সপেক্টর, কলকাতা পুলিশ), উজ্জ্বল হাজরা (ডিসিপি, বডি গার্ডস লাইন), বিশ্বজিৎ রায় (কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ), অমল মল্লিক (কনস্টেবল, কলকাতা পুলিশ), অরুণ কুমার তামাং (নায়েক সুবেদার, পশ্চিমবঙ্গ পুলিশ), বুলু সেনাপতি (এএসআই, কলকাতা পুলিশ), অসীমকুমার সাহা (বডিগার্ডস লাইন, কলকাতা পুলিশ), রথীন্দ্রনাথ ভৌমিক (এএসআই, কলকাতা পুলিশ), তপন রায় (এসআই, কলকাতা পুলিশ), অমরচন্দ্র ধীবর (এসআই, পশ্চিমবঙ্গ পুলিশ), স্বপনকুমার হুদাইত (এএসআই, কলকাতা পুলিশ), বাসুদেব সরকার (আইসি, পশ্চিমবঙ্গ পুলিশ), পূর্ণিমা ঘোষাল (কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশ), শঙ্কর মজুমদার (কনস্টেবল, কলকাতা পুলিশ)।

কৃতিত্বপূর্ণ সেবার জন্য দেশের ৬৬৮ জন পুলিশ কর্মীকে সম্মানিত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্যে রয়েছেন বাংলার ২২ জন পুলিশ আধিকারিক।

আরও পড়ুন- কবিতা-লোকসঙ্গীতে অবদান, পদ্মশ্রী পেলেন উত্তরবঙ্গের ধনীরাম-মঙ্গলাকান্ত

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement