Advertisement

ধানবাদে কয়লাখনিতে দুর্ঘটনা, মৃত ১৩; আটকে অনেকে

কয়লা খনিতে বড়সড় দুর্ঘটনা। মৃত ১৩ জন। এখনও সেই কয়লাখনির ভিতরে আটকে বেশ কয়েকজন। ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদের। নিরসা ব্লকের ECL মুগমা এলাকায় ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে সেই ১৩ জনের মৃত্যু হয়েছে।

কয়লাখনি (ফাইল ছবি) কয়লাখনি (ফাইল ছবি)
Aajtak Bangla
  • ঝাড়খণ্ড ,
  • 01 Feb 2022,
  • अपडेटेड 4:29 PM IST
  • ধানবাদে কয়লাখনিতে দুর্ঘটনা
  • এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু
  • খনিতে আটকে রয়েছেন অনেকে বলে খবর

কয়লা খনিতে বড়সড় দুর্ঘটনা। মৃত ১৩ জন। এখনও সেই কয়লাখনির ভিতরে আটকে বেশ কয়েকজন। ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদের। নিরসা ব্লকের ECL মুগমা এলাকায় ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে সেই ১৩ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এক ডজনের বেশি মানুষ এখনও আটকে রয়েছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকার্য শুরু হয়েছে।

জানা গিয়েছে, আহতদের মধ্যে কিছু লোককে তড়িঘড়ি উদ্ধার করে আনা হয় ও তাঁদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে খবর,  প্রতিদিনের মতো এদিও বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে খনন করতে আসেন। তাঁরা ২০ ফুট উঁচু পথ দিয়ে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনা।  

কয়লাখনিতে দুর্ঘটনা

আরও পড়ুন : ধাওয়ান-অশ্বিন সহ ৫৯০ ক্রিকেটার IPL নিলাম-লিস্টে

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে ধানবাদের নিসা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। মেশিন দিয়ে খনন করা হয় কয়লা চাপা মানুষগুলোকে বের করে আনার জন্য।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাপাসদা আউটসোর্সিং এলাকায় সকাল ৭টার দিকে অবৈধ খননের জন্য লোকজন জড়ো হন। আধঘণ্টা পর এই দুর্ঘটনা হয়। এতে মুগমা এলাকার তিনজনের মৃত্যু হয়। তৃতীয় ঘটনাটি বিসিসিএল সিভি এলাকার যেখানে অবৈধ কয়লা খননের সময় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এতে অনেক মহিলাও চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরা সবাই দিলাবাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

ধানবাদ পুলিশ জানিয়েছে, ঘটনার খবর তারা পেয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই অবৈধ খনির মধ্যে যারা চাপা পড়েছেন, তাঁদের সম্পর্কে কোনও তথ্য বেরিয়ে আসেনি।

ধানবাদ পুলিশ জানিয়েছে, ঘটনার খবর তারা পেয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই অবৈধ খনির মধ্যে যারা চাপা পড়েছেন, তাঁদের সম্পর্কে কোনও জানা যায়নি। 

Read more!
Advertisement
Advertisement