Advertisement

Shibu Soren Passes Away: প্রয়াত শিবু সোরেন, ভেন্টিলেটরে ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন CM

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দীর্ঘ অসুস্থতার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতালে প্রয়াত হন। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পর চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানে স্বাস্থ্যের আরও অবনতি হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শিবু সোরেনের কিডনিতে সংক্রমণ হয়েছিল। ব্রঙ্কাইটিসও ধরা পড়ে।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী  শিবু সোরেন প্রয়াতঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 10:29 AM IST

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দীর্ঘ অসুস্থতার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতালে প্রয়াত হন। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পর চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানে স্বাস্থ্যের আরও অবনতি হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শিবু সোরেনের কিডনিতে সংক্রমণ হয়েছিল।  ব্রঙ্কাইটিসও ধরা পড়ে। 

কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুলাই মাসে শিবু সোরেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শিবু সোরেনের মৃত্যুতে  ছেলে হেমন্ত সোরেন বলেন, শ্রদ্ধেয় দিশোম গুরুজি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আজ আমি শূন্য হয়ে গেছি।

উল্লেখ্য যে শিবু সোরেন গত ৩৮ বছর ধরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম বিশিষ্ট নেতা ছিলেন। তিনি দলের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী সোরেন ১৯৪৪ সালের ১১ জানুয়ারি বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড) হাজারিবাগে জন্মগ্রহণ করেন। তিনি জনসাধারণের কাছে দিশোম গুরু এবং গুরুজি নামেও পরিচিত ছিলেন। তিনি প্রথমে আদিবাসীদের শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ৭০-এর দশকে 'ধনকতনি আন্দোলন' এবং অন্যান্য আন্দোলনের মাধ্যমে আদিবাসী সমাজের আওয়াজ তুলে ধরেছিলেন। বিহার থেকে পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তিনবার (২০০৫, ২০০৮, ২০০৯) ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন, কিন্তু একবারের জন্যও তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি।

ইউপিএ-র প্রথম মেয়াদে তিনি কয়লামন্ত্রী হন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। শিবু সোরেন তাঁর বাবা শোভ্রম সোরেনের হত্যার পর রাজনীতিতে প্রবেশ করেন। শিবু সোরেন ১৯৭৭ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তাঁকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু ১৯৮০ সালে তিনি সফল হন। এরপর তিনি ১৯৮৬, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করেন। ২০০৪ সালে তিনি দুমকা থেকে লোকসভায় নির্বাচিত হন। বর্তমানে তাঁর ছেলে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

Advertisement

শিবু সোরেন ঝাড়খণ্ডের পৃথক রাজ্যের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্য গঠনের পর তিনি তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে তিনি দলের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি সাতবার লোকসভার সাংসদ হিসেবেও নির্বাচিত হন। ২০০৪ সালে, তিনি মনমোহন সিং সরকারে কেন্দ্রীয় কয়লামন্ত্রীও ছিলেন। শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তাঁর পুত্রবধূ এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও একজন বিধায়ক। তাঁর ছোট ছেলে বসন্ত সোরেনও দুমকার বিধায়ক। তাঁর বড় ছেলে দুর্গা সোরেন মারা গেছেন। দুর্গা সোরেনের স্ত্রী সীতা সোরেন বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত।

Read more!
Advertisement
Advertisement