ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill, 2024) অনুমোদনের পথে যৌথ সংসদীয় কমিটি (JPC)। বিজেপি-র নেতৃত্বাধীন NDA-র সদস্যদের প্রস্তাবিত সব কটি সংশোধনীই মেনে নিল জেপিসি। এবং বিরোধী দলের সদস্যদের সব প্রস্তাবই খারিজ করা হল। যার নির্যাস, ওয়াকফ সংশোধনী বিল পাশের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার।
বিরোধীদের আনা প্রতিটি সংশোধনী প্রস্তাবই খারিজ
আজ অর্থাত্ সোমবার কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল জানান, NDA সাংসদদের ১৪টি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে। বিরোধীদের আনা প্রতিটি সংশোধনী প্রস্তাবই খারিজ করা হয়েছে। কমিটির বৈঠকে আজ ভোটে ক্ষমতাসীন এনডিএ সরকারের ১৬ জন সংসদ সদস্য সংশোধনীর পক্ষে ভোট দেন এবং বিপক্ষে ভোট দেন ১০ জন। বিরোধীদের সংশোধনীর মধ্যে বিলের ৪৪টি ধারা নিয়ে বিরোধীদের আপত্তি থাকলেও তা খারিজ হয়ে যায়। জেপিসি-র এই খসড়া রিপোর্ট ২৮ জানুয়ারি প্রকাশ করা হবে ও ২৯ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে গৃহীত হবে।
বৈঠক শেষে জগদম্বিকা বলেন, 'বিলের প্রতিটি (৪৪টি সংশোধনী) ধারা ধরে পর্যালোচনা করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হচ্ছে। ১৪টি সংশোধনী-সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করবে।'
গণতন্ত্রের কালো দিন: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শ্রীরামপুরের তৃণমূল সাংসদ সোমবারের বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকের পর কল্যাণ বলেন, 'ভোটাভুটিতে ১৬-১০ ব্যবধানে বিলের খসড়া অনুমোদিত হয়েছে। বিলের ধারাগুলি নিয়ে কোনও আলোচনা ছাড়াই হাত তুলে ভোটাভুটি হয়েছে। বিজেপি, জেডিইউ, তেলুগু দেশমের মতো দল বিল সমর্থন করেছে। তাদের ১৪টি সংশোধনী গৃহীত হলেও আমাদের একটিও সংশোধনী গ্রহণ করা হয়নি। আজ ভারতীয় গণতন্ত্রের কালো দিন। কোনও নিয়ম বা পদ্ধতি অনুসরণ করা হয়নি।'
গত বছর ৮ অগাস্ট পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল
গতবছর ৮ অগাস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হওয়ার পরপরই এই কমিটি গঠন করা হয়। বিরোধী দলগুলি এই বিলের প্রস্তাবিত সংশোধনীর কঠোর সমালোচনা করে এবং এগুলিকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের লঙ্ঘন বলে অভিহিত করে। ক্ষমতাসীন বিজেপি-র বক্তব্য, এই সংশোধনীগুলি ওয়াকফ বোর্ডের কাজকর্মে স্বচ্ছতা আনবে।