Advertisement

দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বাবা-কাকার ঐতিহ্য এগিয়ে নিয়ে যাচ্ছেন দুঁদে আইনজীবী

দিল্লির অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবী পরিবারের সদস্য সঞ্জীব খান্না। তাঁর বাবা ছিলেন দিল্লির হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবরাজ খান্না। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাকাও বিচারপতি ছিলেন।

দেশের প্রধানবিচারপতি সঞ্জীব খান্নাদেশের প্রধানবিচারপতি সঞ্জীব খান্না
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Nov 2024,
  • अपडेटेड 11:16 AM IST
  • সঞ্জীব খান্নার সুপারিশ করেছিলেন খোদ বিচারপতি চন্দ্রচূড়
  • একাধিক ঐতিহাসিক মামলার রায়
  • বিচারপতি দেবরাজ খান্নার পুত্র বিচারপতি সঞ্জীব খান্না 

ভারতের ৫১তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না। আজ অর্থাত্‍ সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসরের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন সঞ্জীব খান্না। প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার সুপারিশ করেছিলেন খোদ বিচারপতি চন্দ্রচূড়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল' সেন্টার থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

সঞ্জীব খান্নার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -সহ অন্যান্য মন্ত্রীরা। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও ছিলেন অনুষ্ঠানে। 

একাধিক ঐতিহাসিক মামলার রায়

একসময় দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একাধিক ঐতিহাসিক মামলার রায়দানের অংশীদার ছিলেন তিনি। এর মধ্যে রয়েছে EVM সংক্রান্ত রায়, নির্বাচনী বন্ড যোজনার ইতি, জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বিলোপ, অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন ইত্যাদি। 

বিচারপতি দেবরাজ খান্নার পুত্র বিচারপতি সঞ্জীব খান্না 

দিল্লির অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবী পরিবারের সদস্য সঞ্জীব খান্না। তাঁর বাবা ছিলেন দিল্লির হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবরাজ খান্না। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাকাও বিচারপতি ছিলেন। বিচারপতি হংসরাজ খান্নার সবথেকে জনপ্রিয় মামলা ছিল এডিএম জব্বলপুর বনাম শিবকান্ত শুক্লা মামলা। দেশের জরুরি অবস্থার সময় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে সেই ঐতিহাসিক মামলা চলেছিল। তাতে চার বিচারপতি সহমত পোষণ করেছিলেন। একমাত্র ভিন্নমত পোষণ করেছিলেন বিচারপতি হংসরাজ খান্না।

Read more!
Advertisement
Advertisement