Advertisement

Jyoti Malhotra Spy: পাকিস্তানেরই স্পাই জ্যোতি, কীভাবে পাক এজেন্টদের সঙ্গে যোগ? জেরায় সব স্বীকার করল ইউটিউবার

নিয়মিত পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ। দু'বার পাকিস্তান ভ্রমণ। সেখানে এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ ও নম্বর বিনিময়। এই সমস্ত কথা স্বীকার করে নিল 'স্পাই' জ্যোতি। পুলিশি জেরায় স্বীকার করেছে চাঞ্চল্যকর তথ্য।

Jyoti MalhotraJyoti Malhotra
হিমাংশু মিশ্র
  • হিসার ,
  • 21 May 2025,
  • अपडेटेड 11:04 AM IST
  • দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা, বারবার পাকিস্তান ভ্রমণ
  • পাক এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ
  • স্বীকার করে নিল 'স্পাই' জ্যোতি

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ স্বীকার করেছে জ্যোতি মালহোত্রা। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, পুলিশি জেরায় জ্যোতি জানিয়েছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। একইসঙ্গে পাকিস্তানের হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও স্বীকার করেছে এই 'স্পাই'। তার স্বীকারোক্তিতে সামনে এসেছে বিস্ফোরক তথ্য। 

ইন্ডিয়া টুডে সূত্রের খবর, পুলিশি জেরায় জ্যোতি জানিয়েছে, 'ট্রাভেল উইথ জো' নামে ইউটিউব চ্যানেল চালাচ্ছিল সে। ২০২৩ সালে পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন পড়েছিল। সেই ভিসা জোগাড় করতেই পাকিস্তান হাই কমিষশনে গিয়েছিলেন তিনি। সে সময়ে দানিশ ওরফে এহসার দারের সঙ্গে আলাপ হয় জ্যোতির। 

ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতিতে গত ১৩ মে দানিশকে পাক হাই কমিশন থেকে বহিষ্কার করে ভারত। জ্যোতি জানিয়েছে, দানিশের সাহায্যেই দু'বার পাকিস্তান ভ্রমণ করেছিল সে। সেখানে দানিশের পরিচিত আলি হাসান তার থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছিল। এই আলি হাসান জ্যোতি পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টদের সঙ্গে আলাপ করাতে নিয়ে যায়। সেখানে শাকির এবং রানা শেহবাজের সঙ্গে পরিচয় হয় বলে স্বীকার করে জ্যোতি। 

শাকিরের নম্বর 'জট রন্ধওয়া' নামে সেভ করেছিলেন জ্যোতি। ভারতে আসার পর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপ চ্যাটে পাক গুপ্তচর এজেন্টদের সঙ্গে লাগাতার যোগাযোগ করতে শুরু করে। তবে গ্রেপ্তারির আশঙ্কায় জ্যোতি সমস্ত চ্যাট ডিলিট করে দেয়। সেই চ্যাটগুলি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় তদন্তকারীরা। সেগুলি উদ্ধার হলে বিস্ফোরক তথ্য সামনে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। 

বৃহস্পতিবার হিসার আদালতে পেশ করা হবে জ্যোতি মালহোত্রাকে। 

 

Read more!
Advertisement
Advertisement