
ফের বিতর্কের শিরোনামে JNU। এবার মোদী-শাহের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বিরুদ্ধে। মূলত বামেদের ছাত্র সংগঠন SFI-এর তরফে এই স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। নরেন্দ্র মোদী-অমিত শাহ ছাড়াও আদানির বিরুদ্ধেও বিতর্কিত স্লোগান দেওয়া হয়েছে বলে দাবি।
জানা গিয়েছে, গতকাল উমর খালিদ সংক্রান্ত সাম্প্রতিক রায়ের পরই এই বিক্ষোভের আয়োজন করা হয়। তবে, দিল্লি পুলিশ এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।
স্লোগান প্রসঙ্গে JNUSU-র নেত্রী অদিতি মিশ্র বলেন, "এটা কোনও প্রতিবাদ সভা ছিল না। বরং ৫ জানুয়ারি JNU-তে যে হামলা হয়েছিল, তা স্মরণে রাখতে করা হয়। স্লোগানগুলি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে।" অন্যদিকে, SFI-এর নেত্রী গোপিকা স্লোগান প্রসঙ্গে বলেন, "এই স্লোগান কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং হিন্দুত্বের আদর্শের বিরুদ্ধে।"
দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এ প্রসঙ্গে বলেন, "সাপের ফণা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আর সাপগুলি দৌড়াদৌড়ি করছে। JNU-তে নকশাল, জঙ্গি ও দাঙ্গাকারীদের সমর্থনে যারা অশ্লীল স্লোগান তুলেছিল তাঁরা মরিয়া। কারণ নকশালদের নির্মূল করা হচ্ছে, জঙ্গিদের মোকাবিলা করা হচ্ছে এবং আদালত দাঙ্গাকারীদের চিহ্নিত করেছে।"
উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী দয়াশঙ্কর সিংও এই স্লোগানিংয়ের তীব্র বিরোধিতা করেন। এই স্লোগানের বিষয়ে তিনি বলেন, "ওরা ভারতীয় টাকায় JNU-তে পড়াশোনা করে। এদের বিদেশি মানসিকতা আছে। দেশকে এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকা উচিত।"
৫ জানুয়ারি কী পালন করা হচ্ছিল?
২০২০ সালের ৫ জানুয়ারি বেশ কিছু মুখোশধারী হামলাকারীরা জেএনইউতে ছাত্র এবং শিক্ষকদের উপর হামলা করে। ৬ বছর পরেও অভিযুক্তদের কেউ এখনও ধরা পড়েনি। আন্দোলনকারী পড়ুয়ারা এই বিষয়ে প্রশ্ন তুলছিল। কিন্তু এরই মধ্যে বিতর্কিত 'কবর খুড়েগি' স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।