Advertisement

কেজরিওয়ালের বাড়ি শুনশান, AAP হেভিওয়েটদের অবস্থা শোচনীয়

Delhi Key Candidates Election Results Live Updates: বিভিন্ন এগজিট পোল রেজাল্টে দেখা গিয়েছে, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। যদিও শেষ কথা বলবে রেজাল্ট। দিল্লি নির্বাচনে মূলত হেভি ওয়েট আসনগুলি হল, নয়াদিল্লি, মালব্যনগর, রোহিনী, বলিমরণ, শাকুর বস্তি, পটপরগঞ্জ, কালকাজি, জঙ্গপুরা ও ওখলা।

দিল্লি ভোটের রেজাল্ট ২০২৫দিল্লি ভোটের রেজাল্ট ২০২৫
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 6:12 PM IST

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা বিপুল জিতল বিজেপি। ২৭ বছর  প্রত্যাবর্তন হল বিজেপি-র।বিভিন্ন এগজিট পোল রেজাল্টে দেখা গিয়েছে, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। দিল্লি নির্বাচনে মূলত হেভি ওয়েট আসনগুলি হল, নয়াদিল্লি, মালব্যনগর, রোহিনী, বলিমরণ, শাকুর বস্তি, পটপরগঞ্জ, কালকাজি, জঙ্গপুরা ও ওখলা। 

কেজরিওয়ালের বাড়ি শুনশান

সপ্তম রাউন্ড গণনার শেষে ফের পিছিয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। এদিকে, আপ সুপ্রিমোর বাড়িতে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে শুনশান। সঞ্জয় সিংয়ের সঙ্গে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। 

আরও পড়ুন

দিল্লিতে বিজেপি-র বড় জয়

এগিয়ে রয়েছেন কেজরিওয়াল

চতুর্থ রাউন্ড গণনাতেও এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল। তবে খুবই সামান্য ব্যবধানে। নয়াদিল্লি আসনে কেজরিওয়াল এগিয়ে রয়েছেন ২২৩টি ভোটে।

এগিয়ে গেলেন কেজরিওয়াল

তৃতীয় রাউন্ড শেষে নয়াদিল্লি আসনে এগিয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। মণীশ সিসোদিয়াও এগিয়ে গেলেন। 

একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে বিজেপি

মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলিতে আশ্চর্যজনক ভাবে এগিয়ে বিজেপি। দিল্লির ওয়াজিপুর, ওখলা, সালেমপুর, মুস্তাফাবাদ আসনে এগিয়ে বিজেপি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওখলায় এগিয়ে বিজেপি

আপ নেতা আমানতুল্লা খান অনেকটা পিছিয়ে ওখলা আসনে। অন্যদিকে বিজেপি-র মণীশ চৌধুরি এগিয়ে রয়েছেন। ওখলা আসনটি মূলত মুসলিম অধ্যুষিত। এই আসনে মুসলিম ভোটব্যাঙ্ক বেশি। তা সত্ত্বেও বিজেপি-র এগিয়ে থাকা বেশ তাত্‍পর্যপূর্ণ। 

পিছিয়ে অবধ ওঝা

পটপরগঞ্জে অনেকটা পিছিয়ে সোশ্যাল মিডিয়া তারকা ও শিক্ষক অবধ ওঝা।

কেজরিওয়ালের আসনে এগিয়ে বিজেপি

নয়াদিল্লি আসনে পিছিয়ে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত। ওই আসনে লড়ছেন কেজরিওয়াল নিজে। তিনিও পিছিয়ে। নয়াদিল্লিতে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা।

রাজধানীর ১৯টি ভোট গণনা কেন্দ্রের জন্য তিন স্তরের নিরাপত্তা

৫ ফেব্রুয়ারি রাজধানীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজধানীর ১৯টি ভোট গণনা কেন্দ্রের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রতিটি কেন্দ্রে দুই কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলাফলের আগে প্রকাশিত এগজিট পোলে বলা হয়েছিল যে এবার দিল্লি বিজেপির জন্য খুব বেশি দূরে নয়। 

Advertisement

শুরুতে অনেকটা এগিয়ে বিজেপি

শুরুর ট্রেন্ডে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি। এই মুহূর্তে বিজেপি এগিয়ে ৩৮টি আসনে ও ২৫টি আসনে এগিয়েআপ। কংগ্রেস একটি আসনে এগিয়ে। 

পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল

গণনার শুরুতে নয়াদিল্লি আসনে অনেকটাই পিছিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা ও মণীশ সিসোদিয়াও। 


 

Read more!
Advertisement
Advertisement