Advertisement

Kalyan Banerjee: সংসদে গডকরিকে দাঁড় করিয়ে SIR নিয়ে কী বললেন কল্যাণ? হাসিতে ফেটে পড়ল চত্বর 

সংসদের চলতি শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র দু’দিন বাকি। ২০ ডিসেম্বরই অধিবেশনের শেষ দিন। এর মধ্যেই সংসদ ভবন চত্বর থেকে সামনে এল এক অনন্য ও রসিক মুহূর্তের ভিডিও, যা ইতিমধ্যেই নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির মধ্যে একেবারে হালকা মেজাজের কথোপকথন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 4:47 PM IST
  • সংসদের চলতি শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র দু’দিন বাকি।
  • ২০ ডিসেম্বরই অধিবেশনের শেষ দিন।

সংসদের চলতি শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র দু’দিন বাকি। ২০ ডিসেম্বরই অধিবেশনের শেষ দিন। এর মধ্যেই সংসদ ভবন চত্বর থেকে সামনে এল এক অনন্য ও রসিক মুহূর্তের ভিডিও, যা ইতিমধ্যেই নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির মধ্যে একেবারে হালকা মেজাজের কথোপকথন।

সংসদ ভবনের মকর দ্বার দিয়ে হেঁটে যাওয়ার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আচমকাই নীতিন গডকরিকে থামিয়ে অনুপ্রবেশকারী প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দেন। মজা করেই কল্যাণ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিনজনেই এক কোটি অনুপ্রবেশকারীর কথা বলেছেন। কিন্তু বাস্তবে বাংলায় কি একজন অনুপ্রবেশকারীও পাওয়া গেছে?

এই প্রশ্নে এক মুহূর্ত থমকে গিয়ে নীতিন গডকরি হেসে জবাব দেন, 'এই দায়িত্বটা আমি আপনাকেই দিলাম।' এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় গডকরির কানে কিছু একটা ফিসফিস করে বলেন। সঙ্গে সঙ্গে দু’জনেই হেসে ওঠেন, আর সেই হাসিতেই জমে ওঠে গোটা চত্বর।

এখানেই শেষ নয়। গডকরি যখন আবার এগিয়ে যেতে শুরু করেন, তখন কল্যাণ মজার ছলে বলেন, 'এত গাড়ি দিয়ে কী করবেন? আমাদের দিকে একটা-দুটো পাঠিয়ে দিন।' কথাটা শুনে আরও একবার হেসে গাড়িতে উঠে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী।

রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও এই মুহূর্ত সংসদে যেন কিছুক্ষণের জন্য হালকা আমেজ ফিরিয়ে আনে। তর্ক-বিতর্কের বাইরে গিয়ে, দুই রাজনৈতিক নেতার এমন হাসি-মজার আদানপ্রদান সংসদ ভবনের পরিবেশে এক ভিন্ন স্বাদ যোগ করল।

 

Read more!
Advertisement
Advertisement