Advertisement

Karnataka boy fails: বোর্ডের পরীক্ষায় ছেলে ডাহা ফেল, কেক কেটে উদযাপন মা-বাবার, কেন?

পরীক্ষায় ব্যর্থতা মানেই জীবনে পরাজয় নয় — এই বার্তাই সমাজের সামনে তুলে ধরল কর্নাটকের বাগলকোট জেলার একটি পরিবার। মাধ্যমিক পরীক্ষায় ছয়টি বিষয়েই অকৃতকার্য হয়েছে অভিষেক চোলচাগুড্ডা নামের এক ছাত্র। ৬০০-র মধ্যে মাত্র ২০০ নম্বর পেয়েছে সে।

Parents throw party for son Parents throw party for son
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 05 May 2025,
  • अपडेटेड 10:29 AM IST
  • পরীক্ষায় ব্যর্থতা মানেই জীবনে পরাজয় নয় — এই বার্তাই সমাজের সামনে তুলে ধরল কর্নাটকের বাগলকোট জেলার একটি পরিবার।
  • মাধ্যমিক পরীক্ষায় ছয়টি বিষয়েই অকৃতকার্য হয়েছে অভিষেক চোলচাগুড্ডা নামের এক ছাত্র।

পরীক্ষায় ব্যর্থতা মানেই জীবনে পরাজয় নয় — এই বার্তাই সমাজের সামনে তুলে ধরল কর্নাটকের বাগলকোট জেলার একটি পরিবার। মাধ্যমিক পরীক্ষায় ছয়টি বিষয়েই অকৃতকার্য হয়েছে অভিষেক চোলচাগুড্ডা নামের এক ছাত্র। ৬০০-র মধ্যে মাত্র ২০০ নম্বর পেয়েছে সে। কিন্তু সন্তানকে তিরস্কার না করে তার বাবা-মা কেক কেটে উদযাপন করলেন ব্যর্থতার মুহূর্তটিকে — এক অভাবনীয় মানবিকতার দৃষ্টান্ত হিসেবে।

অভিষেক বসবেশ্বর ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। ফল প্রকাশের পর তার সহপাঠীদের কাছ থেকে কটাক্ষ ও অবজ্ঞা সহ্য করতে হলেও পরিবারের ভালবাসা ও সহানুভূতি তার কাছে হয়ে উঠেছে সবচেয়ে বড় শক্তি। বাবা-মায়ের বার্তা ছিল স্পষ্ট— "পরীক্ষায় ফেল করেছ, কিন্তু জীবনে নয়। আবার চেষ্টা করো, নিশ্চয়ই সফল হবে।"

এই সমর্থনে অনুপ্রাণিত অভিষেক জানায়, "আমি ভেঙে পড়িনি, কারণ আমার পরিবার পাশে ছিল। ওরা আমাকে উৎসাহ দিয়েছে। আমি আবার চেষ্টা করব এবং জীবনে সফল হব।"

আজ যখন পরীক্ষায় ফেল বা কম নম্বর পাওয়ায় অনেক ছাত্রছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে, এমনকি আত্মহত্যার পথও বেছে নেয়, সেই পরিস্থিতিতে এই বাবা-মায়ের উদ্যোগ একটি আশাব্যঞ্জক বার্তা দেয় গোটা সমাজকে। অভিষেকের মা-বাবা প্রমাণ করলেন— সন্তানকে বোঝানো, ভালবাসা দেওয়া ও উৎসাহ জোগানোই একজন অভিভাবকের আসল কর্তব্য।

এই ঘটনার কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। অসংখ্য মানুষ এই মানবিকতায় মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিষেকের পরিবারকে। সমাজে যখন মূল্যবোধ হারাতে বসেছে, তখন এমন উদ্যোগ যেন সত্যিই এক নতুন আলো।

 

Read more!
Advertisement
Advertisement