বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেতে পারে ১২২ থেক ১৪০টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৬২ থেকে ৮০টি আসন। জেডিএস পেতে পারে ২০ থেকে ২৫টি আসন। ০ থেকে ৩টি আসন পেতে পারে অন্যান্যরা।
ওল্ড মাইসুরু - এখানে কংগ্রেস পেতে পারে ৩৬টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৬টি। জেডিএস পেতে পারে ১৮টি আসন। ১টি আসন পেতে পারে অন্যান্য।
মহারাষ্ট্র কর্ণাটক - এই অঞ্চলে কংগ্রেসের দখলে যেতে পারে ২৮টি আসন। বিজেপি পেতে পারে ২১টি আসন। জেডিএস-এর দখলে যেতে পারে ১টি।
হায়দরাবাদ কর্ণাটক - এই অংশে কংগ্রেস পেতে পারে ৪৭ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট, জেডিএস পেতে পারে ১৩ শতাংশ ভোট এবং অন্যান্যরা পেতে পারে ৪ শতাংশ ভোট। পাশাপাশি এই অঞ্চলে কংগ্রেস পেতে পারে ৩২টি আসন। বিজেপির ঝুলিতে আসতে পারে ৭টি আসন এবং জেডিএস পেতে পারে ১টি আসন।
বেঙ্গালুরু - বেঙ্গালুরুতে ১৭টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপির দখলে যেতে পারে ১০টি আসন। আর জেডিএস পেতে পারে ১টি। মোট ২৮টি আসন রয়েছে এই এলাকায়।
মধ্য কর্ণাটক - এই এলাকায় বিজেপি পেতে পারে ৩৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪১ শতাংশ ভোট। জেডিএস পেতে পারে ১৭ শতাংশ ভোট এবং বাকিরা পেতে পারে ৭ শতাংশ ভোট। মধ্য কর্ণাটকে কংগ্রেস পেতে পারে ১২টি আসন। বিজেপির দখলে যেতে পারে ১০টি আসন। আর জেডিএস-এর দখলে যেতে পারে ১টি।
উপকূলবর্তী এলাকায় বিজেপির জন্য সুখবর - কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় ৫০ শতাংশের বেশি আসন পেতে পারে ভারতী জনতা পার্টি। ১৯টির মধ্যে ১৬টি যেতে পারে বিজেপির দখলে। ৩টি পেতে পারে কংগ্রেস।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ। এবার অপেক্ষা ফলাফলের। তবে তার আগে আসতে চলেছে বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোল। আর কিছুক্ষণের মধ্যে প্রকাশ্যে আসবে ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনের বুথ ফেরৎ সমীক্ষা।
কর্ণাটকে ক্ষমতাসীন বিজেপি প্রতি ৫ বছরে ক্ষমতা পরিবর্তনের গত ৩৮ বছর ধরে চলে আসা ধারা এবার ভাঙতে চায়। অন্যদিকে কংগ্রেসেরও দাবি এবার 'হাত'ই ধরবেন কর্ণাটকবাসী। পাশাপাশি জেডিএস-এর আশা, ২০১৮ সালের মতো এবারেও হয় তারাই উঠে আসেব কিং মেকারের ভূমিকায়। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল আগামী ১৩ মে।