Advertisement

পাতে কম দেওয়া হয়েছিল চিকেন, সেজন্য বন্ধুকে খুনই করে দিল যুবক

বেশি চিকেন চেয়েছিল। কিন্তু তাকে দেওয়া হয়নি। তা নিয়ে প্রথমে বচসা তারপর হাতাহাতি। শেষমেশ বন্ধুকে খুনই করে দিল যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি কর্ণাটকের বেলাগাভি জেলার।

Representative ImageRepresentative Image
Aajtak Bangla
  • বেঙ্গালুরু ,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 6:36 PM IST
  • বেশি চিকেন চেয়েছিল
  • কিন্তু তাকে দেওয়া হয়নি
  • সেজন্য বন্ধুকে খুনই করে দিল যুবক

বেশি চিকেন চেয়েছিল। কিন্তু তাকে দেওয়া হয়নি। তা নিয়ে প্রথমে বচসা তারপর হাতাহাতি। শেষমেশ বন্ধুকে খুনই করে দিল যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি কর্ণাটকের বেলাগাভি জেলার। সম্প্রতি অভিষেক কোপ্পাড় নামে এক যুবকের বিয়ে হয়। তিনি ডিনার পার্টি রেখেছিলেন। সেখানেই এই হত্যাকাণ্ড। 

মৃতের নাম বিনোদ। তাঁরই বন্ধু ভিত্তাল তাকে খুন করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, চিকেন নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রথমে ঝামেলা হয়। সেই ঝামেলা গড়ায় হাতাহাতিতে। একসময় রাগে বিনোদকে খুন করে দেয় ভিত্তাল। তাঁর পাকস্থলিতে ছুরির আঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান যুবক। 

এক তদন্তকারী জানান, ঝামেলার সূত্রপাত খেতে বসার পরই। একজন খাবার দিচ্ছিলেন। ভিত্তল বেশি চিকেন চেয়েছিল। তবে তাকে কম দিয়ে বিনোদকে বেশি দেওয়া হয় বলে অভিযোগ। তখনই দুই বন্ধু ঝামেলায় জড়িয়ে পড়েন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। হঠাৎ হাতের কাছে থাকা ছুরি দিয়ে বিনোদের উপর হামলা চালায় ভিত্তল। বিনোদের পাকস্থলীতে ছুরি মারা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বিনোদ। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। 

বেলগাঁওয়ের পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদ এই ঘটনা নিয়ে জানান, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত সবাই মদ্যপ অবস্থায় ছিলেন।  চিকেনের পিস নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। তারপরই খুন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রায় একই রকম একটা ঘটনা সামনে এসেছে কেরলে। কোল্লামের এক রেস্তরাঁর কর্মচারী পরোটা পরিবেশন করতে অস্বীকার করায় তাঁকে দুজন ব্যক্তি মারধর করে। চলতি মাসের শুরুতে বেঙ্গালুরুর এক ক্যাফেতে অতিরিক্ত কাপ দিতে অস্বীকার করায় চারজন ব্যক্তি একজনকে নির্মমভাবে মারধর করেছিল বলে অভিযোগ। 

Read more!
Advertisement
Advertisement