
Ayodhya Rammandir Namaz: অযোধ্যার রামমন্দিরে বাড়তি সতর্কতা জারি করা হল। কারণ শুক্রবার হাই-সিকিউরিটি ঘেরা মন্দির চত্বরে একজন কাশ্মীরি ব্যক্তিকে হঠাৎ নামাজ পড়ার চেষ্টা করতে দেখে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আহমেদ শেখ। বয়স ৫৫। বাড়ি কাশ্মীরের শোপিয়ানে। ঘটনাটি ঘটে রামমন্দিরের দর্শন শেষে সীতা রসুই এলাকার কাছে। সেখানে বসে তিনি নাকি নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
নিরাপত্তারক্ষীরা আচমকা তাঁর গতিবিধি দেখে ফেলেই তৎক্ষণাৎ বাধা দেন। সেই সময় তিনি কিছু স্লোগান দিয়েছিলেন বলেও দাবি স্থানীয় সূত্রের, যদিও পুলিশ তা এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছ থেকে কাজু- কিশমিশ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, তিনি নাকি আজমেরে যাওয়ার পথে ছিলেন। কেন আয়োধ্যায় এসেছেন, কার সঙ্গে যোগাযোগ ছিল, তা জানতেই গোয়েন্দা ও তদন্তকারী সংস্থাগুলি আলাদা করে জেরা করছে তাঁকে।
এ ঘটনায় রামমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের খতিয়ে দেখা শুরু করেছে প্রশাসন। মকর সংক্রান্তি ও রামমন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এদিকে জেলা প্রশাসন ও মন্দির ট্রাস্ট, কেউই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি।