Advertisement

ট্রেনে হঠাত্‍ ভেঙে পড়ল আপার বার্থ, লোয়ার বার্থে বেঘোরে মৃত ১

এক্সপ্রেস ট্রেনের আপার বার্থ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম-হযরত নিজামউদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে। মৃতের নাম আলি খান। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

ট্রেনের আপার বার্থ ভেঙে পড়ে মৃত্যু এক ব্যক্তির
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 27 Jun 2024,
  • अपडेटेड 4:18 PM IST
  • এক্সপ্রেস ট্রেনের আপার বার্থ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
  • গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম-হযরত নিজামউদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে

এক্সপ্রেস ট্রেনের আপার বার্থ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম-হযরত নিজামউদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে। মৃতের নাম আলি খান। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্লিপার কোচের লোয়ার বার্থে ছিলেন। আচমকা তাঁর উপরে ভেঙে পড়ে আপার বার্থ-সহ অন্য এক যাত্রী। বার্থের আঘাতে এবং যাত্রীর ওজনের কারণে আলি খান গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অস্ত্রোপচারের সময় তাঁর মৃত্যু হয়।

ঘটনার কয়েক দিন পরে রেলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, দুর্ঘটনাটি কেবল বিকল বার্থের কারণে ঘটেনি। এটা দেখা গিয়েছিল যে আপার বার্থের যাত্রী চেন ব্যবহার করে আপার বার্থটি সঠিকভাবে লক করেননি, যার ফলে দুর্ঘটনা ঘটেছিল। উপরের বার্থের চেন ঠিক করে না লাগানোর কারণেই বার্থের সিটটি নীচে পড়ে যায়।

রেলের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ১৫ জুন সন্ধে ৬টা ৩৪ মিনিটে রামাগুন্ডম স্টেশনের রেলের কর্মীরা ওই দুর্ঘটনার খবর পান। কর্তব্যরত স্টেশন মাস্টার অ্যাম্বুলেন্সের সাহায্যের ব্যবস্থা করেন এবং রামাগুন্ডামে ট্রেন দাঁড় করান। এরপর যাত্রীকে কোচ থেকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

আপনদের জানিয়ে রাখি ট্রেনের টিকিট কাটলে বিমা করা যায়। যার খরচ মাত্র ৪৫ পয়সা। চলুন জেনে নেওয়া যাক ওই বিমায় কী কী জিনিস কভার করা হয় এবং বীমার শর্তাবলী কী কী। এই বিমায় হাসপাতালে চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা, স্থায়ী আংশিক অক্ষমতার জন্য ৭.৫ লক্ষ টাকা এবং মৃত্যুর ক্ষেত্রে ১০ লক্ষ টাকা কভার প্রদান করে। আপনি যদি পলিসিতে কোনও নমিনি ব্যক্তির নাম আপডেট না করে থাকেন তবে মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকারীকে টাকা দেওয়া হবে। ট্রেনের প্রতিটি ক্লাসের জন্য বিমার ব্যবস্থা রয়েছে এবং কভারটিও একই রকম। দুর্ঘটনাজনিত মৃত্যু, অক্ষমতা এবং হাসপাতালের খরচ ইত্যাদি অন্তর্ভুক্ত। ট্রেন দুর্ঘটনা বা অন্য কোনও ঘটনা ঘটলেই বিমা দাবি করা যেতে পারে। দুর্ঘটনা ছাড়াও ট্রেনে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনাও এই বিমার আওতায় রয়েছে।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement