Advertisement

Nimisa Priya Execution: ইয়েমেনে ভারতের মেয়ে নিমিশার ফাঁসি পিছিয়ে গেল, মৌলানা ঠিক কী করছেন?

পিছিয়ে গেল কেরলের নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি। ইয়েমেন প্রশাসন বুধবার কেরলের নার্সকে মৃত্যুদণ্ড দিচ্ছে না। এক মৌলানার হস্তক্ষেপে নিহতের পরিবারের কাছে নিমিশা প্রিয়ার প্রাণভিক্ষার আর্জি রাখা সম্ভব হয়েছে বলে সূত্র মারফত খবর।

নিমিশা প্রিয়া নিমিশা প্রিয়া
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Jul 2025,
  • अपडेटेड 2:08 PM IST
  • কেরলের নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি পিছিয়ে গেল
  • শেষ মুহূর্তে বড় স্বস্তি কেরলের নার্সের পরিবারের
  • নিহতের পরিবারের কাছে নিমিশা প্রিয়ার প্রাণভিক্ষার আর্জি রাখা সম্ভব হয়েছে

বুধবার ইয়েমেন ফাঁসি দেবে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে। তার ঠিক একদিন আগে এল বড় খবর। জানা গিয়েছে, আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে তাঁর মৃত্যুদণ্ড। 

শেষ মুহূর্ত পর্যন্ত চলছিল নিমিশা প্রিয়াকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। মঙ্গলবার আসরে নেমে পড়েন এক সুন্নি মৌলানা। 

কান্থাপুরম এপি আবুবাকার মুসলিয়ার। যিনি গ্র্যান্জ মুফতি অফ ইন্ডিয়া নামেই পরিচিত। নিমিশা প্রিয়া যে ইয়েমেন নাগরিককে খুনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, সেই তালাব আবদো মাহদির পরিবারের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। ব্লাড মানি নিয়ে নিমিশা প্রিয়াকে মাফ করে দেওয়ার আর্জি রেখেছেন এই মৌলানা। 

৯৪ বছর বয়সী এই মৌলানা ইয়েমের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গেও কথা বলেছেন। মঙ্গলবার ধামার এলাকায় একটি বৈঠক ডাকা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন প্রসিদ্ধ পণ্ডিত এবং সুফি নেতা শেক হাবিব উমর বিন হাফিজ। 

মৌলানা কান্থাপুরমের অফিসের তরফে জানানো হয়েছে, নিহতের এক আত্মীয় হুদেইয়া স্টেট কোর্টের বিচারক। তিনি ইয়েমেনি সুরা কাউন্সিলেরও সদস্য। ধামারের বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন। ফলে সেই আত্মীয়ের সঙ্গে কথা বলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিমিশা প্রিয়াকে ক্ষমা করে দেওয়ার আর্জি রাখতে পারবেন বলে জানিয়েছেন ওই মৌলানা। তাঁর দেখা করার কথা ছিল অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও। যাতে কোনও ভাবে অন্তত নিমিশা প্রিয়ার ফাঁসি পিছিয়ে দেওয়া যায়। বুধবার ফাঁসি পিছিয়ে গেলে কিছুটা সময় পাওয়া যাবে ব্লাড মানি জোগাড় করার, এমনটাই মনে করা হচ্ছিল। সূত্রের খবর, এই মর্মেই ইয়েমে আপাতত পোস্টপোন করেছে কেরলের নার্সের ফাঁসি। 

উল্লেখ্য, নিহতের পরিবার ধামার গোষ্ঠীর অন্তর্গত। এতদিন পর্যন্ত তাদের সঙ্গে কথা বলার কোনও উপায় ছিল না। এই প্রথম মৌলানার হস্তক্ষেপে নিমিশা প্রিয়ার হয়ে আর্জি জানানো সম্ভব হল। 

 

Read more!
Advertisement
Advertisement