Advertisement

Kerala Tourism: 'দারুণ জায়গা, আর ফিরব না', কেরলে আটকে থাকা ব্রিটিশ জেট নিয়ে মজার পোস্ট VIRAL

ব্রিটিশ নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেট ১৮ দিন ধরে কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ‘আটকে’। প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি ল্যান্ড করার পর থেকেই বিমানটি আর ওড়েনি। তবে এই ঘটনা ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে। আর সেই মুহূর্তেই কেরালা ট্যুরিজমের এক সৃজনশীল ও মজাদার ট্যুইট ভাইরাল হল।

মিম শেয়ার করেছে কেরল পর্যটন দফতর।-ফাইল ছবিমিম শেয়ার করেছে কেরল পর্যটন দফতর।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কেরল,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 7:15 PM IST
  • ব্রিটিশ নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেট ১৮ দিন ধরে কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ‘আটকে’।
  • প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি ল্যান্ড করার পর থেকেই বিমানটি আর ওড়েনি।

ব্রিটিশ নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেট ১৮ দিন ধরে কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ‘আটকে’। প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি ল্যান্ড করার পর থেকেই বিমানটি আর ওড়েনি। তবে এই ঘটনা ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে। আর সেই মুহূর্তেই কেরালা ট্যুরিজমের এক সৃজনশীল ও মজাদার ট্যুইট ভাইরাল হল।

'আমি এখান থেকে যেতে চাই না…'—বিমানটির পাশে এমনই ক্যাপশন সহ একটি পোস্ট শেয়ার করেছে কেরালা ট্যুরিজম। ছবিতে দেখা যাচ্ছে বিমানের পাশে লেখা, 'কেরালা একটি দুর্দান্ত জায়গা এবং আমি এটি ছেড়ে যেতে চাই না। আমি এটি সম্পূর্ণরূপে সুপারিশ করছি।' মজার ছলে বোঝানো হয়েছে, কেরালায় কেউ একবার এলে আর তার ফিরতে মন চায় না। এমনকি যুদ্ধবিমানেরও!

কেরালা ট্যুরিজম তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লিখেছে, 'কেরালা, এমন একটি জায়গা যেখানে আপনি কখনই যেতে চাইবেন না। ধন্যবাদ, দ্য ফক্সি।' এই পোস্টে 'দ্য ফক্সি' বলে বিমানটিকে উল্লেখ করা হয়েছে।

১৪ জুন, ব্রিটিশ নৌবাহিনীর বিমানবাহী রণতরী HMS Prince of Wales-এর সঙ্গে একটি যৌথ নৌ-মহড়ায় অংশ নিচ্ছিল এই F-35B। কিন্তু জ্বালানি সরবরাহ সংক্রান্ত ত্রুটির কারণে এটিকে জরুরি ভিত্তিতে ভারতের মাটিতে নামতে হয়। তারপর থেকেই বিমানটি মেরামতের অপেক্ষায় তিরুঅনন্তপুরম বিমানবন্দরে দাঁড়িয়ে।

 

ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইঞ্জিনিয়াররা প্রথম দফায় মেরামতের চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর ৪০ জনের একটি দল যুদ্ধবিমানটি হ্যাঙ্গার থেকে টেনে এনে এয়ার ইন্ডিয়া এমআরও-তে নিয়ে যায়। এখনও পর্যন্ত তা সেখানেই মেরামতির মধ্যে রয়েছে। বিমানের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সিআইএসএফ।

এই ঘটনার পর নেটিজেনদের সৃজনশীলতা যেন আরও এক ধাপ বেড়েছে। এক ব্যক্তি বিমানটির ছবি এডিট করে দেখিয়েছেন, কিভাবে সেটি এখন কেরালায় কলার টুকরো, শান্তি, আর ‘তাড়ি’র স্বাদে মজে গিয়েছে। তিনি লিখেছেন, 'অবাক হবার কিছু নেই যে এটা আর যেতে চাইছে না!'

Advertisement

কেরালার আতিথেয়তা, প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়ার প্রশংসায় মজে যাওয়া যুদ্ধবিমান। এই কল্পনা ঘিরে কেরালা ট্যুরিজম দারুণ কৌশলে নিজেদের প্রচার চালাল। আপাতত গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর কেরালা ট্যুরিজম হাস্যরসের সঙ্গে রাজ্যকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

 

Read more!
Advertisement
Advertisement