Advertisement

Madhubani Illegal Arms Factory: বিহারে গিয়ে অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের, প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ পাকড়াও ৩

কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২৪টি সেভেন এমএম পিস্তল, ২৪টি সেভেন এমএম পিস্তল ব্যারেল, ৩টি সেভেন এমএম স্লাইডার, একটি লেদ মেশিন এবং একটি মিলিং মেশিন।

বিহার থেকে অস্ত্র উদ্ধারবিহার থেকে অস্ত্র উদ্ধার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jan 2025,
  • अपडेटेड 2:27 PM IST
  • বিহারের মধুবনীতে বেআইনি অস্ত্র কারখানায় হানা।
  • উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র।
  • ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিহারে বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিহারের মধুবনীতে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশ। 

মধুবনীর খুটাউনা বাজারের 'কিসান অর্টো পার্টস' নামে দোকানে আড়ালে চলত এই অস্ত্র কারখানা। ওই দোকানের মালিক ইস্তেক আলম এবং তার ভাই ইফতেকার আলম-সহ অংশীদার রাজকুমার চৌধুরী ওরফে বিরজুকে পাকড়াও করেছে পুলিশ। এই বিরজুই বেআইনি অস্ত্র কারখানা চালানোর মূলচক্রী।        

কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২৪টি সেভেন এমএম পিস্তল, ২৪টি সেভেন এমএম পিস্তল ব্যারেল, ৩টি সেভেন এমএম স্লাইডার, একটি লেদ মেশিন এবং একটি মিলিং মেশিন। সেই সঙ্গে দুটি গ্রিলিং মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিন, ওয়েল্ডিং মেশিন এবং অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম ও কাঁচামাল মিলেছে পুলিশি অভিযানে। 

অভিযুক্তদের জেরা করে আরও একটি সূত্র পায় পুলিশ। কাছেই একটি বাড়িতে হানা দেন কলকাতা পুলিশের এসটিএফ তদন্তকারীরা। নিজের বাড়িতেই অস্ত্র কারখানা চালাত রাজু কুমার শাহ। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে মিলিছে ২৪টি সেভেন এমএম পিস্তলের বাট। এছাড়া একটি মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন এবং ড্রিলিং মেশিন। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র তৈরির জন্য বিপুল পরিমাণ কাঁচামালও উদ্ধার হয়েছে। সবমিলিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।  
 

Read more!
Advertisement
Advertisement