Advertisement

Kolkata rape murder case: 'যেখানে মেয়েরা নিরাপদ নন, সেই সমাজই সভ্য নয়,' আরজি কর কাণ্ডে 'ক্ষুব্ধ' ধনখড়

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এনিয়ে মুখ খুলেছেন। এবার এনিয়ে মুখ খুললেন দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

'যেখানে নারীরা নিরাপদ নয়, সেই সমাজই সভ্য নয়', আরজি কর নিয়ে মন্তব্য ধনখড়ের
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 30 Aug 2024,
  • अपडेटेड 3:38 PM IST
  • আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে ৩১ বছরের এক মহিলা ডাক্তারের দেহ উদ্ধার করা হয়
  • ওই মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এনিয়ে মুখ খুলেছেন। এবার এনিয়ে মুখ খুললেন দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি এই ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা করেছেন। উপ রাষ্ট্রপতি বলেছেন ধনখড় বলেছেন যে সমাজে নারী ও মেয়েরা নিরাপদ বোধ করে না সে সমাজ সভ্য নয়। সে গণতন্ত্র কলঙ্কিত, সেটাই আমাদের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। নারীদের মনে এ ধরনের ভীতি জাতীয় উদ্বেগের বিষয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, 'আজ আমরা একটি মোড়ে দাঁড়িয়ে আছি। যথেষ্ট হয়েছে। এ দিকে নজর দেওয়া দরকার। এ ধরনের অপরাধে জিরো টলারেন্স থাকতে হবে।'

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও কলকাতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে যথেষ্ট হয়েছে। তিনি বলেছিলেন যে এই পুরো ঘটনায় তিনি হতাশ এবং আতঙ্কিত। মেয়েদের বিরুদ্ধে এ ধরনের অপরাধ গ্রহণযোগ্য নয়। দেশে মহিলাদের প্রতি অপরাধের ক্রমবর্ধমান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'কোনও সভ্য সমাজ মেয়ে-বোনেদের ওপর এমন নৃশংসতা সহ্য করতে পারে না। কলকাতায় এই ঘটনার প্রতিবাদে ছাত্র, চিকিৎসক ও নাগরিকরা বিক্ষোভ করছিল যখন অপরাধীরা অন্যত্র ঘুরে বেড়াচ্ছিল। এখন যথেষ্ট হয়েছে। সমাজকে সৎ ও আত্মদর্শী হতে হবে।'

গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে ৩১ বছরের এক মহিলা ডাক্তারের দেহ উদ্ধার করা হয়। ওই মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার পরেই সারা দেশের চিকিৎসকদের ক্ষোভ বেড়ে যায় এবং তাঁরা ধর্মঘটে যান। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। পরে হাইকোর্ট মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই আদালতে স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement