Advertisement

Pahalgam Attack: পহেলগাঁও-আবহেই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় বন্দুকধারীদের গুলিতে মৃত্যু সমাজসেবী যুবকের

কাশ্মীরের কুপওয়ারার কান্ডিখাস এলাকায় বাড়ির কাছে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মৃত এক স্থানীয় নাগরিক। হাতওয়াড়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Aajtak Bangla
  • কুপওয়ারা,
  • 27 Apr 2025,
  • अपडेटेड 10:14 AM IST

কাশ্মীরের কুপওয়ারার কান্ডিখাস এলাকায় বাড়ির কাছে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মৃত এক স্থানীয় নাগরিক। হাতওয়াড়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহতের নাম রাসুল মাগরাই। তাঁর পেটে এবং বাঁ হাতে গুলির ক্ষত পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, নিহত ব্যক্তি একজন সমাজসেবী ছিলেন। তবে কেন তাঁকে টার্গেট করা হল, তা এখনও স্পষ্ট নয়।

পহেলগাঁও জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীর জুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষিতে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী।

তবে ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তা এখনও জানা যায়নি। 

উপত্যকায় লাগাতার গুলির শব্দ

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। সেই ঘটনার পর থেকেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গুড্ডার জঙ্গল এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়।

গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালানো হয়। এখনো পর্যন্ত দু’জন সন্ত্রাসবাদী এলাকায় আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। অভিযান চলছে।

বৃহস্পতিবার, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইবা সংগঠনের সঙ্গে যুক্ত তিনজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়।

বন্দিপোরা জেলার গরুরা হাজিন এলাকায় চেকপয়েন্টে তাদের ধরা হয়।

তাদের কাছ থেকে একটি চিনা পিস্তল, দু'টি ম্যাগাজিন, একাধিক গুলি এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement