Advertisement

Patna: পটনায় দেশের সবচেয়ে বড় অর্থোপেডিক হাসপাতাল, নীতীশ ফিরতেই বিরাট ঘোষণা

বিহারে ক্ষমতায় এসেই বড় ঘোষণা। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে চতুর্থবারের জন্য দায়িত্ব নিয়েছেন। এরপরই তিনি রাজ্যের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও নিয়োগের কথা ঘোষণা করেন। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ, পটনায় দেশের বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল তৈরি করা।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 12:02 PM IST
  • বিহারে ক্ষমতায় এসেই বড় ঘোষণা।
  • স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে চতুর্থবারের জন্য দায়িত্ব নেওয়ার পরই তিনি রাজ্যের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও নিয়োগের কথা ঘোষণা করেন।

বিহারে ক্ষমতায় এসেই বড় ঘোষণা। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে চতুর্থবারের জন্য দায়িত্ব নেওয়ার পরই তিনি রাজ্যের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও নিয়োগের কথা ঘোষণা করেন। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ, পটনায় দেশের বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল তৈরি করা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পাটনার লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ অর্থোপেডিক হাসপাতালের কাছে ২১৫ কোটি টাকা ব্যয়ে একটি ৪০০ শয্যার আধুনিক অর্থোপেডিক হাসপাতাল তৈরি হবে। তিন মাসের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে। এই হাসপাতালকে দেশের সবথেকে বড় অর্থোপেডিক সেন্টার হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। যাতে ভিনরাজ্যের হাড়-সংক্রান্ত জটিল রোগীরাও উন্নত চিকিৎসা পাবেন।

স্বাস্থ্যক্ষেত্রে কর্মীসংকট দূর করতে ব্যাপক নিয়োগের ঘোষণা করেছেন মঙ্গল পান্ডে। যে পদগুলোর নিয়োগ চূড়ান্ত পর্যায়ে: ১১,৩৮৯ গ্রেড-এ নার্স, ১২,৬২৭ প্যারামেডিক্যাল স্টাফ, ৭০২ দন্ত চিকিৎসক, ৬৬৩ সাধারণ মেডিকেল অফিসার, ৮০৮ ডেন্টাল অফিসার।

ইতিমধ্যেই নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে, ফার্মাসিস্ট (২,৪৭৩), ড্রেসার (৩,৩২৬), ল্যাব টেকনিশিয়ান (২,৯৬৯), এক্স-রে টেকনিশিয়ান (১,২৩২), সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (১,৬৮৩), ইসিজি টেকনিশিয়ান (২৪২) সহ আরও বহু পদের। এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চার মাসের মধ্যে নিয়োগ হবে, ৫,০০০+ ANM, ২২০ চক্ষু সহকারী, ১,৫০৪ আয়ুষ মেডিকেল অফিসার, ৩৬ বিশেষজ্ঞ ডাক্তার, ৪৪৯ জেনারেল মেডিকেল অফিসার, ২১৬ কমিউনিটি হেলথ অফিসার (CHO), এতে NHM-সহ মোট ৩২,৭০০ জন নতুন কর্মীর যোগদান হবে।

মঙ্গল পান্ডে জানান, চলতি আর্থিক বছরে ৯২৫ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজ্যে খুব শিগগিরই ৬১০টি নতুন হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু হবে। বিহারে ইতিমধ্যেই ৪ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, 'আমাদের লক্ষ্য, শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেক মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।'

 

Read more!
Advertisement
Advertisement