Advertisement

আবগারি মামলা: অবশেষে জামিন পেলেন মণীশ, প্রতি সোমবার থানায় হাজিরার নির্দেশ

আম আদমি পার্টির জন্য বড় স্বস্তি। আবগারি মামলায় মণীশ সিসোদিয়াকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ১৭ মাস পর জেলের বাইরে আসবেন পূর্ব উপমুখ্যমন্ত্রী। তিন শর্তে সিসোদিয়াকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমটি হল তাঁকে ১০ লক্ষ টাকার বন্ড দিতে হবে, প্রতি সোমবার তাঁকে হাজিরা দিতে হবে। যেখানে তৃতীয় শর্ত হল, তিনি তাঁর পাসপোর্ট জমা দেবেন।

মনীশ সিসোদিয়ামনীশ সিসোদিয়া
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Aug 2024,
  • अपडेटेड 11:28 AM IST

Manish Sisodia: আম আদমি পার্টির জন্য বড় স্বস্তি। আবগারি মামলায় মণীশ সিসোদিয়াকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ১৭ মাস পর জেলের বাইরে আসবেন পূর্ব উপমুখ্যমন্ত্রী। তিন শর্তে সিসোদিয়াকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমটি হল তাঁকে ১০ লক্ষ টাকার বন্ড দিতে হবে, প্রতি সোমবার তাঁকে হাজিরা দিতে হবে। যেখানে তৃতীয় শর্ত হল, তিনি তাঁর পাসপোর্ট জমা দেবেন।

সর্বোচ্চ আদালতের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চ তিন দিন আগে ৬ অগাস্ট এই বিষয়ে আদেশ সংরক্ষিত করেছিল। এর আগে হাইকোর্ট সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করেছিল। তারপরই দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মনীশ সিসোদিয়া। 

ASG-র আবেদন গ্রহণ করেননি এসসি
এদিকে, ASG এসভি রাজু আজ সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন মনীশ সিসোদিয়াকে দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করা থেকে বিরত রাখতে। কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, "আমরা এ ধরনের অনুমতি দিতে পারি না।"

সিদ্ধান্তের আগে অ্যাকশনের কথা বলেছেন
রায় দেওয়ার আগে সুপ্রিম কোর্ট জামিনের বিষয়ে এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে তা জানিয়ে দেয়।। সিসোদিয়াকে নিম্ন আদালত এবং তারপর হাইকোর্টে যেতে বলা হয়েছিল। ত্রাণ না দিলে সুপ্রিম কোর্টে আসতেও বলা হয়। এর পরে তিনি উভয় আদালতে আবেদন করেন।

সিসোদিয়া সঞ্জয় সিংয়ের পরে দ্বিতীয় AAP নেতা যাঁকে আবগারি নীতি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সিবিআই মামলায় তিনি হেফাজতে রয়েছেন।

Read more!
Advertisement
Advertisement