Advertisement

Kalyan Banerjee: সিন্ধিয়াকে 'লেডি কিলার' মন্তব্যে কল্যাণের 'স্বস্তি', ক্ষমা করেও সতর্ক করে দিলেন স্পিকার

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বলায় 'স্বস্তি' পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লা কল্যাণের লিখিত ক্ষমাপ্রার্থনার আবেদন গ্রহণ করেছেন।

সিন্ধিয়াকে 'লেডি কিলার' মন্তব্যে কল্যাণের স্বস্তি, ক্ষমা করেও সতর্ক করে দিলেন স্পিকার
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 12:08 PM IST
  • সিন্ধিয়াকে লেডি কিলার বলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • যদিও কল্যাণকে বিতর্কিত মন্তব্য করা নিয়ে সতর্কও করেছেন

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বলায় 'স্বস্তি' পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লা কল্যাণের লিখিত ক্ষমাপ্রার্থনার আবেদন গ্রহণ করেছেন। যদিও কল্যাণকে বিতর্কিত মন্তব্য করা নিয়ে সতর্কও করেছেন। এক বিবৃতিতে স্পিকার বলেছেন, 'জাত, ধর্ম ও লিঙ্গ নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। সংশ্লিষ্ট সাংসদ হাউসেই ক্ষমা চেয়েছিলেন এবং লিখিতভাবেও স্পিকারের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন। স্পিকার সেটি গ্রহণ করেছেন।'

বুধবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার অধিবেশন। সিন্ধিয়াকে খোঁচা দিয়ে কল্যাণ বলেছিলেন, 'আপনি একজন সুদর্শন ব্যক্তি, কিন্তু আপনি একজন ভিলেনও হতে পারেন।' এখানেই না থেমে কল্যাণ বলেন, 'আপনি একজন লেডি কিলার।' এরপর দুই নেতার মধ্যে তুমুল বিতর্ক দেখা দেয়। স্পিকার ওম বিড়লা বলেছেন যে মন্তব্যটি সংসদীয় রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে।

কল্যাণের দাবি, সিন্ধিয়া যদি পরিবার থেকে মহারাজা হন, তবে তিনি কি সবাইকে নিকৃষ্ট মনে করেন? এই বিষয়ে সিন্ধিয়া বলেছেন যে আপনি ব্যক্তিগত মন্তব্য করছেন। আমার নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আমার পরিবার নিয়ে ভুল কথা বললে আমি তা সহ্য করব না। কেউ করবে না। আমরা সবাই এখানে দেশ গঠনে অবদান রাখতে এসেছি। আপনি নীতির সমালোচনা করতে পারেন। কিন্তু ব্যক্তিগত মন্তব্য করা উচিত নয়। প্রতিটি মানুষ আত্মসম্মান নিয়ে আসে।' হইচই বাড়তে দেখে কল্যাণ তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চান। ক্ষমা চেয়ে কল্যাণ বলেন, 'আমার উদ্দেশ্য সিন্ধিয়া বা অন্য কাউকে আঘাত করা ছিল না। আমি দুঃখিত।' এরপরেই সিন্ধিয়া বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুঃখিত বলেছেন, কিন্তু আমি এই ক্ষমা গ্রহণ করছি না। তিনি দেশের নারীদের অপমান করেছেন।' 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপিও ঘুঁটি সাজায়। বিজেপির মহিলা সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে অভিযোগ জানান। মহিলা সাংসদের অভিযোগ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে কল্যাণ অবমাননাকর মন্তব্য করেছেন। মহিলা সাংসদদের দাবি, কল্যাণকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করতে হবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement