Advertisement

Lord Swraj Paul: প্রয়াত লর্ড স্বরাজ পল, ব্রিটেনে 'ভারতের গর্ব', শিল্পপতি থেকে সমাজসেবী

বৃহস্পতিবার সন্ধেয় লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনাবাসী শিল্পপতি, সমাজসেবক ও ব্রিটেনের ‘হাউস অফ লর্ডস’-এর সক্রিয় সদস্য লর্ড স্বরাজ পল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। কয়েক দিন ধরে অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহল ও রাজনৈতিক মহল।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 11:04 AM IST
  • বৃহস্পতিবার সন্ধেয় লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনাবাসী শিল্পপতি, সমাজসেবক ও ব্রিটেনের ‘হাউস অফ লর্ডস’-এর সক্রিয় সদস্য লর্ড স্বরাজ পল।
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪।

বৃহস্পতিবার সন্ধেয় লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনাবাসী শিল্পপতি, সমাজসেবক ও ব্রিটেনের ‘হাউস অফ লর্ডস’-এর সক্রিয় সদস্য লর্ড স্বরাজ পল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। কয়েক দিন ধরে অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহল ও রাজনৈতিক মহল।

জলন্ধর থেকে লন্ডন: এক নতুন অধ্যায়
স্বরাজ পলের জন্ম ও বেড়ে ওঠা পঞ্জাবের জলন্ধরে। ১৯৬৬ সালে কন্যা অম্বিকার চিকিৎসার জন্য তিনি প্রথম ব্রিটেনে যান। তবে চিকিৎসায় অম্বিকাকে আর বাঁচানো যায়নি। এর পর ভারতে আর ফেরেননি তিনি। ব্রিটেনেই শুরু করেন ব্যবসার নতুন অধ্যায়। সেই সময়ই প্রতিষ্ঠা করেন বিখ্যাত শিল্পসংস্থা ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ়’।

শিল্পপতি ও সমাজসেবক
ব্যবসার পাশাপাশি সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন লর্ড স্বরাজ পল। শিক্ষা, স্বাস্থ্য ও নতুন নতুন উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে তাঁর নানা উদ্যোগ প্রশংসিত হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে তাঁর জনহিতকর কাজ বিশেষভাবে আলোচিত। এমনকি লন্ডন চিড়িয়াখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে তা বাঁচাতে তিনি সক্রিয় ভূমিকা নেন।

ব্রিটেন-ভারত সম্পর্কের সেতুবন্ধন
লন্ডনে থাকলেও ভারতের সঙ্গে সম্পর্ক কখনও ছিন্ন করেননি স্বরাজ। দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অনন্য। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রত্যেকের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। এমনকি তাঁর কোম্পানির পশ্চিমবঙ্গে বিনিয়োগের কথাও এক সময়ে আলোচিত হয়েছিল।

শেষ শ্রদ্ধা
এই অনাবাসী শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্প ও সমাজসেবার ক্ষেত্রে স্বরাজ পলের অবদান আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement