Advertisement

'লাভ জিহাদ মুসলিম বিরোধী আইন নয়, সব ধর্মের জন্যই', সাফ জবাব যোগীর

ষড়যন্ত্র করে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানো এবং ভুয়ো পরিচয়ে বিয়ে করে ধর্মান্তরিত করা হচ্ছে, এমন অভিযোগ এনেই লাভ জিহাদের আইন পাশ করা হয়েছে উত্তরপ্রদেশে। যদিও এই আইনকেই 'অযথাই' মুসলিম বিরোধী বলা হচ্ছে, আজতকের বিশেষ অনুষ্ঠান 'সিধি বাত'-এ এসে এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

যোগীর সাফ বক্তব্য, এই আইন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। যোগীর সাফ বক্তব্য, এই আইন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Feb 2021,
  • अपडेटेड 11:10 PM IST
  • 'লাভ জিহাদ' আইন নিয়ে উত্তাল হয়েছে উত্তরপ্রদেশ
  • যোগীর সাফ বক্তব্য, এই আইন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়
  • ই আইনকেই 'অযথাই' মুসলিম বিরোধী বলা হচ্ছে

'লাভ জিহাদ' আইন নিয়ে উত্তাল হয়েছে উত্তরপ্রদেশ। ষড়যন্ত্র করে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানো এবং ভুয়ো পরিচয়ে বিয়ে করে ধর্মান্তরিত করা হচ্ছে, এমন অভিযোগ এনেই লাভ জিহাদের আইন পাশ করা হয়েছে উত্তরপ্রদেশে। যদিও এই আইনকেই 'অযথাই' মুসলিম বিরোধী বলা হচ্ছে, আজতকের বিশেষ অনুষ্ঠান 'সিধি বাত'-এ এসে এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

যোগীর সাফ বক্তব্য, এই আইন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। হিন্দু-সহ সব ধর্মের জন্য। যে কেউ ভুল করলেই শাস্তি হবে। নির্বাচনী বাংলায় আসার কথা রয়েছে যোগীর। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর 'সিধি বাত', বাংলাতেও অনেক কিছু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে।

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে 'আত্মবিশ্বাসী' যোগীর বক্তব্য, আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতব। উত্তরপ্রদেশের মানুষ যা বিচার করা করে নিয়েছেন। আমরা রাজ্যের মানুষের স্বার্থে কাজ করি। বিরোধীদের সঙ্গেও কথা বলি। কেউ আমাদের শত্রু নয়। মুলায়ম সিং হোক বা অখিলেশ সবসময়ই কথা হয় এঁদের সঙ্গে। 

আরও পড়ুন

সম্প্রতি বাংলায় বিজেপির 'জয় শ্রী রাম' স্লোগান নিয়ে উত্তাল হয়ে বঙ্গ রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান বিরোধিতা এখন বিজেপির কাছে 'টক অফ দ্য টাউন'। বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে আসছেন যোগী।

বঙ্গ সফর প্রসঙ্গে যোগী উবাচ, "বাংলায় উত্তরপ্রদেশ মডেল চালু করতে হবে। এর ফলে ইউপি-এর আয় দ্বিগুণ হবে। এখন ১২ নম্বর থেকে ২ নম্বরে উঠে এসেছে উত্তরপ্রদেশ।" শুধু তাই নয় 'জয় শ্রী রাম' প্রসঙ্গে রামজন্মভূমির মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই কথাটি খুব সাধারণ অভিবাদন। যখন কারওর সমগে দেখা হয় আমরা বলেই থাকি। ইউপি বিহারে সবাই রাম-রাম বলে। মমতাদির 'জয় সিয়া রাম' এবং জয় শ্রী রামের মধ্যে কোনও ফারাক নেই।"

Read more!
Advertisement
Advertisement