সেপ্টেম্বেরর শুরুতেই সুখবর। ডোমেস্টিক রান্নার গ্যাসের পর এবার বাণিজ্যিক রান্নার গ্যাসেরও দাম কমাল কেন্দ্রীয় সরকার। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫৭ টাকা কমানো হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হবে এবং দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য হবে ১ হাজার ৫২২ টাকা ৫০ পয়সা। এর আগে রাখী বন্ধনের দিন দেশের মহিলাদের জন্য উপহার হিসাবে কেন্দ্রীয় সরকার ঘরোয়া এলপিজির দাম ২০০ টাকা কমিয়েছিল।
কোন শহরে কত দাম
দাম করার পর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৬৩৬ টাকা। মুম্বইয়ে দাম পড়বে ১ হাজার ৪৮২ টাকা। আর চেন্নাইয়ে ১৯ কেজি সিলিন্ডারের জন্য গুনতে হবে ১ হাজার ৬৯৫ টাকা।
অগাস্ট মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৯৮ টাকা কমানো হয়েছিল। যদিও জুলাই মাসে দাম ৭ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে আবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরপর দুবার কমানো হয়েছিল। মে মাসে দাম ১৭২ টাকা কমানো হয়েছিল। জুন মাসে কমানো হয়েছিল ৮৩ টাকা। এপ্রিল মাসেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল।
পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলি এই বছরের ১ মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৩৫০ টাকা ৫০ পয়সা এবং ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের প্রতি ইউনিট ৫০ টাকা বাড়িয়েছিল।