Advertisement

Lucknow boy cycled to vrindavan: মায়ের বকাঝকায় অভিমান, বাড়ি থেকে পালিয়ে সাইকেলে বৃন্দাবনে সিক্সের ছেলে, তারপর...

অভিমানে প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে বসেছে সপ্তম শ্রেণির এক ছাত্র। মায়ের বকাঝকায় রাগ করে লখনউ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে বৃন্দাবনে সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছিল সে। লক্ষ্য ছিল তার প্রিয় সাধক প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করা।

পালাচ্ছে সেই বালক।-ফাইল ছবিপালাচ্ছে সেই বালক।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 5:39 PM IST
  • অভিমানে প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে বসেছে সপ্তম শ্রেণির এক ছাত্র।
  • মায়ের বকাঝকায় রাগ করে লখনউ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে বৃন্দাবনে সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছিল সে।

অভিমানে প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে বসেছে সপ্তম শ্রেণির এক ছাত্র। মায়ের বকাঝকায় রাগ করে লখনউ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে বৃন্দাবনে সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছিল সে। লক্ষ্য ছিল তার প্রিয় সাধক প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করা।

ঘটনাটি ঘটেছে ২০ অগাস্ট। জানা গেছে, ওই ছাত্র মায়ের কাছে বই কেনার জন্য ১০০ টাকা চেয়েছিল। মা টাকা দেয়নি। বরং পড়াশোনা করছে না বলে বকাঝকা করে। সেই বকুনি সহ্য করতে না পেরে ভোর সাড়ে চারটের দিকে নিজের রেঞ্জার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

দিনভর খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় পরিবারটি রাতে পুলিশে অভিযোগ দায়ের করে। পশ্চিমাঞ্চলের ডিসিপি বিশ্বজিৎ শ্রীবাস্তবের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, ছাত্রটি সাইকেলে আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছে। তদন্তে আরও প্রকাশ পায়, সে মায়ের ফোনে গুগলে মথুরার দূরত্ব খুঁজেছিল।

পরে ফুটেজে দেখা যায়, কাকোরির রেওয়ারি টোল প্লাজা পর্যন্ত সাইকেলে যায় সে। সেখান থেকে একটি ট্রাকে চড়ে আগ্রা পৌঁছায় এবং আবার সাইকেলে করে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে বৃন্দাবনের পথে রওনা হয়।

অবশেষে তিন দিন পর বৃন্দাবনের একটি আশ্রম থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, সে প্রেমানন্দ মহারাজের অনুরাগী এবং তাঁর সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই এই যাত্রা শুরু করেছিল। শনিবার নিরাপদে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

 

Read more!
Advertisement
Advertisement