Advertisement

Maha Kumbh 2025 Stamped: 'যিনি যে ঘাটে রয়েছেন, সেখানেই থাকুন,' আপিল যোগীর, ঠিক কীভাবে এত মৃত্যু মহাকুম্ভে?

Prayagraj Stamped: আজ অর্থাত্‍ বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে সঙ্গমে অমৃত স্নানের সময় হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়। এমনিতেই প্রায় ১৫ কোটির বেশি মানুষ মহাকুম্ভে জড়ো হয়েছেন স্নান করতে। 

মহাকুম্ভে পদপিষ্টে মৃত্যুমিছিলমহাকুম্ভে পদপিষ্টে মৃত্যুমিছিল
Aajtak Bangla
  • প্রয়াগরাজ,
  • 29 Jan 2025,
  • अपडेटेड 9:08 AM IST
  • যোগীকে তিনবার ফোন মোদীর
  • ঠিক ঘটেছে মহাকুম্ভে?
  • হঠাত্‍ ভেঙে গেল ব্যারিকেড

যা আশঙ্কা ছিল, তাই ঘটে গেল। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে মহাকুম্ভে অমৃত স্নানের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় ১০ জনের বেশি মৃত্যুর খবর আসছে। দুর্ঘটনা সামাল দিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভে তীর্থযাত্রীদের অনুরোধ করলেন, কোনও রকম গুজবে কেউ কান দেবেন না। প্রশাসন যা যা নির্দেশ দিচ্ছে, পালন করুন।

যোগীকে তিনবার ফোন মোদীর

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বার্তা, 'মা গঙ্গার প্রতিটি ঘাটেই স্নানের ব্যবস্থা করা হয়েছে। তাই ভক্তরা যিনি যে ঘাটে রয়েছেন, সেই ঘাটেই স্নান করুন। সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। আজকের পুণ্যতিথিতে যাতে শান্তিপূর্ণ ভাবে সবাই স্নান করতে পারেন, তার জন্য প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে।' ইতিমধ্যেই যোগী আদিত্যনাথকে তিনবার ফোন করে ঘটনার তথ্য নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মহাকুম্ভের এই ঘটনার প্রতি মুহূর্তের পরিস্থিতিতে নজর রাখছেন তিনি।

মৌনী অমাবস্যার অমৃতস্নানের কোটি কোটি মানুষ -- নিজস্ব চিত্র

ঠিক ঘটেছে মহাকুম্ভে?

আজ অর্থাত্‍ বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে সঙ্গমে অমৃত স্নানের সময় হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়। এমনিতেই প্রায় ১৫ কোটির বেশি মানুষ মহাকুম্ভে জড়ো হয়েছেন স্নান করতে। 

হঠাত্‍ ভেঙে গেল ব্যারিকেড

রাত ২টো থেকে সঙ্গম তীরে ভক্তদের ভিড় জমেছিল। এই সময় ব্যারিকেডের একাংশ ভেঙে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। অনেক ভক্তের জিনিসপত্র পড়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, 'আমরা নির্বিঘ্নে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ ভিড় এসে হাতাহাতি হয়। আমরা পালানোর চেষ্টা করেছি, কিন্তু কোথাও জায়গা ছিল না। সবাই এখানে-সেখানে গেল। আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি এমন যে আমরা জানি না কী ঘটছে।'

হঠাত্‍ হুড়োহুড়ি শুরু হয়ে যায় -- নিজস্ব চিত্র

 ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে এবং পুরো এলাকায় পুলিশ নজরদারি বাড়াচ্ছে। ভক্তদের ধৈর্য ধরতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement