Advertisement

৮০ কুকুরছানাকে হত্যা করল 'গ্যাংস অব বাঁদর'! ট্রেন্ডিং #MonkeyVsDog

নেট মাধ্যমে রসিকতা হলেও গোটা ঘটনার ভুক্তভোগী গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, গ্রামে আর কোনও কুকুর ছানা নেই। ম

কুকুর বনাম বাঁদরের লড়াই ট্রেন্ডিং।কুকুর বনাম বাঁদরের লড়াই ট্রেন্ডিং।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2021,
  • अपडेटेड 3:04 PM IST
  • টুইটারে ট্রেন্ডিং  #MonkeyVsDog।
  • সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে অন্তত ৭০-৮০টি কুকুরকে হত্যা।
  • ঘটনাটি বেদনাদায়ক হলেও নেট মাধ্যমে মস্করা করছেন নেটিজেনরা।

বাঁদর বনাম কুকুরের 'গ্যাংওয়ার'! আর তাতে আমোদ নিচ্ছেন নেটিজেনরা। টুইটারে ট্রেন্ডিং  #MonkeyVsDog। ঘটনাটি কী? মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁওয়ের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে অন্তত ৭০-৮০টি কুকুরকে বাঁদরের দলবল হত্যা করেছে বলে খবর।

গ্রামবাসীদের দাবি, একটি বাঁদরের বাচ্চাকে মেরেছিল একদল কুকুর। তখন থেকে বাঁদর ও কুকুরের দলবলের লড়াই শুরু হয়। গত তিন মাস ধরে একাধিক কুকুরের বাচ্চাকে মেরে 'প্রতিশোধ' নিয়েছে বাঁদরের দল। দুই দলের লড়াইয়ে গ্রামে আতঙ্কের পরিবেশ হয়ে গিয়েছে বলে দাবি গ্রামবাসীদের।

ঘটনাটি বেদনাদায়ক হলেও নেট মাধ্যমে মস্করা করছেন নেটিজেনরা। ছড়িয়েছে নানান মিম। বলিউডি সংলাপ বা গ্যাংস অফ ওয়াসিপুরের সঙ্গে মিলিয়ে মিম শেয়ার করা হয়েছে টুইটারে।              

আরও পড়ুন

নেট মাধ্যমে রসিকতা হলেও গোটা ঘটনার ভুক্তভোগী গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, গ্রামে আর কোনও কুকুর ছানা নেই। কুকুর ছানাদের উঁচুতে তুলে নীচে ফেলে দিচ্ছে বাঁদররা। এভাবে একের পর এক কুকুরছানার মৃত্য়ু হয়েছে। এখনও পর্যন্ত ৭০-৮০টি কুকুরের মৃত্যু হয়েছে। নিজের সন্তানের প্রতিশোধ নিতেই বাঁদররা এই কাণ্ড ঘটাচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। রাস্তাঘাটে মানুষের উপরেও বাঁদররা হামলা চালাচ্ছে বলে আরও আতঙ্ক ছড়িয়েছে।   

বাঁদর দলকে থামাতে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। তবে তারা কোনও ব্যবস্থাই নিতে পারেনি। কুকুর ছানার হত্যায় যুক্ত মাত্র দু'টি বাঁদরকে জঙ্গলে ছেড়ে আসতে পেরেছেন বন দফতরের আধিকারিকরা।

Read more!
Advertisement
Advertisement