Advertisement

Maharashtra : শপথ গ্রহণের প্রস্তুতির মধ্যেই শিন্ডের সঙ্গে সাক্ষাৎ ফড়নবীসের, বুধে বিজেপির বিধায়ক দলের বৈঠক

একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস।  মঙ্গলবার দুজনের মধ্যে বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। শপথ গ্রহণের প্রস্তুতিও শুরু হয়েছে।

Devendra Fadnavis,Eknath ShindeDevendra Fadnavis,Eknath Shinde
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Dec 2024,
  • अपडेटेड 11:45 PM IST
  • কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনার অন্ত নেই
  • এর মধ্যেই এখনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন দেবেন্দ্র ফড়নবীস

একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস।  মঙ্গলবার দুজনের মধ্যে বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। শপথ গ্রহণের প্রস্তুতিও শুরু হয়েছে। তার মধ্যেই দুই নেতার সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

এদিন একনাথ শিন্ডের মুম্বইয়ের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন দেবেন্দ্র। গুরুত্বপূর্ণ বিষয় হল, বিধানসভা নির্বাচনে মহাযুতি জোটের জয়ের পর সরকার গঠন নিয়ে একাধিক আলোচনা হলেও তাতে একসঙ্গে অংশ নেননি শিন্ডে-দেবেন্দ্র। এবার তাঁরা একসঙ্গে বসলেন। সূত্রের খবর, মহাযুতি সরকারে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন একনাথ শিন্ডে। এর আগে শোনা গিয়েছিল, শিন্ডে দেবেন্দ্রর মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হতে চান না। তবে এখন শোনা যাচ্ছে, তিনি নিজে থেকেই আলোচনার জন্য এগিয়ে আসেন। সেই মোতাবেক বৈঠক হয়।  

একই সঙ্গে সূত্রের খবর, বিজেপির দেবেন্দ্র ফড়নবীস মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত। শিন্ডে, ফড়নবীস এবং এনসিপি নেতা অজিত পাওয়ার ৫ ডিসেম্বর শপথ নেবেন। সেদিনই মন্ত্রিসভার কে কোন দায়িত্বে পাচ্ছেন সেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। 

আরও পড়ুন

প্রাথমিকভাবে সূত্রের খবর, মন্ত্রিসভার ২১ থেকে ২২ টি দফতর নিজেদের হাতে রাখবে গেরুয়া বিজেপি। এই দফতরগুলির মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দফতর। এছাড়াও স্পিকার করা হবে বিজেপির জয়ী প্রার্থীকে। আরও কোন কোন দফতর বিজেপির হাতে যাবে তা নিয়ে পরে আলোচনা হবে। আপাতত স্বরাষ্ট্র দফতরের খবর সামনে এসেছে। সূত্রের আরও দাবি, মহারাষ্ট্রে নতুন সরকারে একনাথ শিন্ডের শিবসেনা পাবে ১১ থেকে ১২ দফতর। অজিত পাওয়ারের এনসিপির ১০ জনকে মন্ত্রী করা হবে বলে খবর। মন্ত্রিসভায় ১৬টি দফতরের দাবি করেছে শিন্ডে শিবির। তা নিয়েও আলোচনা চলছে।

১৬ ডিসেম্বর থেকে নাগপুরে মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। তার আগে তিন মহাযুতি নেতা দেবেন্দ্র ফড়নবীস, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার মুম্বাইয়ে একটি বৈঠক করবেন।

 

Read more!
Advertisement
Advertisement