Advertisement

Mahua Moitra Trolled: ভারতীয়দের 'ব্রেন ডেড', VIDEO সমর্থন করে ট্রোলড মহুয়া, পরে ভুল স্বীকার

এক কানাডিয়ান ভ্লগারের সোশ্যাল মিডিয়া পোস্টকে সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এই পোস্টে ভারতীয়দের 'ব্রেন ডেড' বলে নিন্দা এবং দীপাবলি উৎসবকে উপহাস করা হয় বলে অভিযোগ। আর সেই পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করে বিপদে পড়েন মহুয়া। তাঁকে ট্রোল করা হয়। যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে সেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন মহুয়া। চেয়ে নিয়েছেন ক্ষমা।

মহুয়া ট্রোলড হলেনমহুয়া ট্রোলড হলেন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 12:28 PM IST
  • সোশ্যাল মিডিয়া পোস্টকে সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র
  • ভারতীয়দের 'ব্রেন ডেড' বলে নিন্দা এবং দীপাবলি উৎসবকে উপহাস করা হয় বলে অভিযোগ
  • আর সেই পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করে বিপদে পড়েন মহুয়া

এক কানাডিয়ান ভ্লগারের সোশ্যাল মিডিয়া পোস্টকে সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এই পোস্টে ভারতীয়দের 'ব্রেন ডেড' বলে নিন্দা এবং দীপাবলি উৎসবকে উপহাস করা হয় বলে অভিযোগ। আর সেই পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করে বিপদে পড়েন মহুয়া। তাঁকে ট্রোল করা হয়। যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মহুয়া। চেয়ে নিয়েছেন ক্ষমা।

তিনি জানান, সেই আপত্তিকর ভিডিওটিকে তিনি সমর্থন করেননি। তখন তিনি ভ্রমণ করছিলেন। অন্য একটি ভিডিয়োর সঙ্গে সহমত জানাতে গিয়ে ভুল করে ওই পোস্টটিকে সমর্থন করে ফেলেন।

আর এই ঘটনার নিন্দা করেছে বিজেপি। তাদের পক্ষ থেকে ঘটনাকে, 'ভারত-বিরোধী এবং হিন্দু-বিরোধী মনোভাব' বলে অভিযোগ করা হয়।

কী ঘটনায় এই প্রতিক্রিয়া?

বৃহস্পতিবার, Nate নামক এক ভ্লগার, তাঁর X হ্যান্ডেল CelticAshes-এ একটি পোস্ট করেন। তিনি দীপাবলি উদযাপনের সময় রাস্তায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার দৃশ্য তুলে ধরেন সেই পোস্টে। পাশাপাশি তিনি পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষকে আবর্জনা ফেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আর এই পোস্ট সমর্থন করে মহুয়া লেখেন, 'আমি এর সঙ্গে সহমত।'

আর এই ঘটনার সঙ্গে সঙ্গে নিন্দায় নেমে পড়ে বঙ্গ বিজেপি। তাদের পক্ষ থেকে লেখা হয়, 'বিশ্বাস করুন বাংলাদেশ ভারতের চেয়ে ভালো। বিলাসবহুল হ্যান্ডব্যাগের বিনিময়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছে।"

তাদের পক্ষে আরও দাবি যে, তৃণমূলের এই সাংসদ কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' হিসাবে দেখেন। সন্ত্রাসীদের সঙ্গে 'পর্যটক'-এর মতো ব্যবহার করেন।

এছাড়াও তৃণমূল সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয় বিজেপি। তাদের মতে, বাংলার সরকার বাজি ফাটানোর জন্য মহিলাদের এবং শিশুদের বিরুদ্ধে নৃশংসতার আচরণ করেছে। এছাড়া কালীপুজো উদযাপনের জন্য মন্দিরগুলিতে আক্রমণ করা হয়েছে।

শুধু তাই নয়, বিজেপি মহুয়ার একটি অতীতের কথাও তুলে ধরে। যেখানে তিনি মা কালীকে মাংস এবং অ্যালকোহল গ্রহণকারী করেন দেবী বলে উল্লেখ করেন বলে অভিযোগ।

Advertisement

আর এই পরিস্থিতিতেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন মহুয়া। তিনি ওই পোস্টটির সঙ্গে ভুল করে সহমত পোষণ করেছেন বলে জানালেন তিনি।

কী বলেন মহুয়া?

"আমার টুইটার ফিডে অনেকগুলি ভিডিও দেখাচ্ছিল। আমি Nate-এর বর্ণবৈষম্যমূলক পোস্টে 'আমি সম্মত' লিখে ফেলেছি। আমার ভুল। ভ্রমণ করছিলাম এবং এখন পর্যন্ত চেক করিনি... কিন্তু (এটি) একটি সত্যিকারের ভুল ছিল। দুঃখিত ট্রল," এটাই তিনি শুক্রবার X এ পোস্ট করেছেন।

Read more!
Advertisement
Advertisement