Advertisement

Chhattisgarh 16 Naxalites Killed: ছত্তিসগঢ়ে বড় সাফল্য, এনকাউন্টারে খতম ১২ মাওবাদী

chhattisgarh 16 Naxalites Killed: এক আধিকারিক জানিয়েছেন যে জেলা রিজার্ভ গার্ড এবং সিআরপিএফের জবওয়ানদের এই অপারেশনে শামিল করা হয়েছে। অভিযান শুক্রবার রাত থেকে শুরু হয়েছে ওই এলাকায় মাওবাদী জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর মেলার পরেই অভিযান শুরু হয়।

ছত্তিসগঢ়ে বড় সাফল্য, এনকাউন্টারে খতম ১২ মাওবাদীছত্তিসগঢ়ে বড় সাফল্য, এনকাউন্টারে খতম ১২ মাওবাদী
Aajtak Bangla
  • রায়পুর,
  • 29 Mar 2025,
  • अपडेटेड 1:35 PM IST

Chhattisgarh 16 Naxalites Killed: ছত্তিশগড়ের সুকুমা এবং দান্তেওয়াড়া বর্ডার এরিয়াতে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই জারি। খবর পাওয়া গিয়েছে যে এই সংঘর্ষে মাওবাদীদের বড় ক্ষতি হয়েছে। ১৬ জন মাওবাদী জঙ্গি মারা গিয়েছে। সুরক্ষা কর্মীদের এই সার্চ অপারেশন জারি রয়েছে।

জানা গিয়েছে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে ১৬ জন মাওবাদী নিহত হয়েছেন এবং দুই জওয়ান সামান্য জখম হয়েছেন। জানিয়ে দেওয়া যাক যে ছত্রিশগড়ের সুকমা জেলায় শনিবার সকালে নিরাপত্তারক্ষী এবং মাওবাদী জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই লড়াইয়ে কেরালাপাল থানা এলাকায় একটি জঙ্গলে লড়াই চলছে, যেখানে নিরাপত্তারক্ষীদের একটি জয়েন্ট টিম মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছে।

গোপন তত্ত্বে পাওয়া খবর অনুযায়ী অপারেশন চলছে
এক আধিকারিক জানিয়েছেন যে জেলা রিজার্ভ গার্ড এবং সিআরপিএফের জবওয়ানদের এই অপারেশনে শামিল করা হয়েছে। অভিযান শুক্রবার রাত থেকে শুরু হয়েছে ওই এলাকায় মাওবাদী জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর মেলার পরেই অভিযান শুরু হয়।

আরও পড়ুন

তিন মাওবাদী জঙ্গি নিকেশ
এর আগে মঙ্গলবার দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে তিনজন মাওবাদী জঙ্গি নিহত হয়। এর মধ্যে ২৫ লাখ টাকা পুরস্কার ধার্য থাকা সুধীর ওরফে সুধাকর করতে মুরুলিও শামিল রয়েছে। এর সঙ্গে ঘটনাস্থল থেকে ইনসাস রাইফেল ৩০৩ রাইফেল সহ প্রচুর পরিমাণে গোলা বারুদ উদ্ধার করা হয়।

২৫ লাখের অস্কার জারি করা মাওবাদী নিকেশ
পুলিশ আধিকারিক গৌরব রায় জানিয়েছেন দান্তেওয়াড়ার বিজাপুর জেলায় সীমায় তৃতীয় গিদম থানা এলাকার গির্সাপাড়া, তেলগোড়া, বর্গা এবং ইকেলির সীমানা এলাকাগুলিতে মাওবাদী জঙ্গিরা লুকিয়ে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এরপরেই ডিআরজি এবং সিআরপিএফ মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। নিরাপত্তা রক্ষীদের দেখতেই জঙ্গিরা গুলি চালানো শুরু করে। এরপরে পাল্টা ফায়ারিং এর সময় তিনজন মাওবাদী জঙ্গি নিহত হয় এর মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। সুধীর অর্থাৎ সুধাকর ওরফে মুরলি, যার মাথার দাম ২৫ লাখ টাকা রাখা হয়েছিল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement