মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত মেজর রমেশ উপাধ্যায় যোগ দিলেন জনতা দল ইউনাইটেডে। তাঁকে উত্তরপ্রদেশের দলের একটি বড় পদও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার সঙ্গে নাম জড়ায় সেনার প্রাক্তন মেজর রমেশ উপাধ্যায় ও লেফঃ কর্নেল প্রসাদ শ্রীকান্ড পুরোহিতের। এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে মহারাষ্ট্র এটিএস। রমেশ উপাধ্যায় ২০১৭ সালে এই মামলায় জামিন পেয়ে যান। বর্তমানে এই মামলাটি মুম্বইয়ের এনআইএয়ের বিশেষ আদালতে চলছে।
কেন এই যোগদান
উপাধ্যায়ের হাতে দলের নিয়োগ পত্র তুলে দেন উত্তরপ্রদেশে জেডিইউ সভাপতি অনুপ সিং পাটেল। তাঁকে দলের প্রাক্তন কর্মচারীদের সংগঠনের রাজ্য কনভেনর পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এবিষয়ে রমেশ উপাধ্যায় জানান, ''জেডিইউ তাঁকে দলে যোগ দিতে বলা হয়েছিল, আমি তাতে রাজি হয়ে যাই। এখন ভোটের দাঁড়ানোর আমার কোনও পরিকল্পনা নেই। বর্তমানে আমি পুনেতে। কিন্তু আমি উত্তরপ্রদেশে যাব, দলের কাজকর্ম দেখভালের জন্য।''
সামাজিক ন্যায় ও বিকাশের জন্য জেডিইউ কাজ করছে বলে মনে করেন রমেশ উপাধ্যায়। সেইসঙ্গে তিনি বলেন, ''আমি খুবই সাধারণ, জাতীয়তাবাদী, দেশপ্রেমী ও ধর্মনিরপেক্ষ মানুষ। আমার নাম ভুল করে মালেগাঁও বিস্ফোরণে আনা হয়েছে। আমি মুক্তির অপেক্ষায় আছি। সমাজের জন্য কাজ করতে চাই। জেডিইউ গরিবদের জন্য প্রচুর কাজ করেছে।''
এর আগেও ভোটে দাঁড়ান তিনি
উপাধ্যায় এর আগে দুবার ভোটে দাঁড়িয়েছিলেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বারেলি থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। ২০১২ সালে হিন্দু মহাসভার টিকিটে তিনি বারেলি থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
জেডিইউ নেতা, হরিশঙ্কর পাটিল জানান, ''এর আগে মেজর উপ্যাধায় দুবার ভোটে দাঁড়িয়েছিলেন। আমাদের দলের বারেলি জেলা সভাপতিই তাঁকে দলে নিয়ে এসেছেন। আমরা আদালতকে খুব সম্মান করি। উপাধ্যায় এখনও দোষী সাব্যস্ত হননি।''
তবে শুধু রমেশ উপাধ্যায়ই নন, মালেগাঁও বিস্ফোরণের আর এক অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ভোপাল থেকে বিজেপির টিকিটে লড়েছেন।