Advertisement

Mamata Banerjee Delhi Visit : মোদীর G20 বৈঠকে থাকছেন মমতা, দিল্লি রওনা আজই

আগামী বছর জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে দেশজুড়ে মোট ২০০ টি বৈঠক হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। তারই প্রথম পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে যাবেন বলে আগেই সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, দিল্লিতে বিমানবন্দরে নেমেই সরাসরি রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হওয়ার কথা ওই বৈঠক।

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীমমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • কলকাতা/দিল্লি,
  • 05 Dec 2022,
  • अपडेटेड 10:45 AM IST
  • দিল্লি যাচ্ছেন মমতা
  • যোগ দেবেন মোদীর বৈঠকে
  • যাবেন রাজস্থানেও

আগামী ৭ তারিখ শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session 2022)। আর তার আগে আজ সোমবার, চার দিনের দিল্লি (Delhi) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফর রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ফের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নবান্ন সূত্রে খবর, আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দর (Kolkata Airpoer) থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দিল্লিতে নেমে সোজা রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মূলত জি-২০ সম্মেলন সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরও ডেকে পাঠানো হয়েছে। ওই বৈঠকেই যোগ দেওয়ার কথা মমতার।

প্রসঙ্গত, আগামী বছর জি-২০ সম্মেলনের (G 20 Summit) সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে দেশজুড়ে মোট ২০০ টি বৈঠক হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর (PMO) দফতর থেকে। তারই প্রথম পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে যাবেন বলে আগেই সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, দিল্লিতে বিমানবন্দরে নেমেই সরাসরি রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হওয়ার কথা ওই বৈঠক।

আরও পড়ুন

এছাড়া এবারের সফরে রাজস্থানেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রাজস্থানে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। রাজস্থানের আজমের শরীফ এবং পুষ্করে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ হতে পারে রাজস্থানের সরকারের শীর্ষ মহলের সঙ্গেও। মঙ্গলবার রাতেই দিল্লি ফেরার কথা তাঁর। এরপর বুধবার কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। এই পাশাপাশি দলের লোকসভার সাংসদদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে  মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের কী রণকৌশল হতে চলেছে, সেই বিষয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। বৃহস্পতিবার রাজ্যে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement