Advertisement

Chandrashekhar Bawankule on Mamata: 'মমতা মানসিকভাবে প্যারালাইজড...' অজিত পাওয়ারের প্লেন ক্র্যাশ ইস্যুতে আক্রমণ মহারাষ্ট্রের মন্ত্রীর

'মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে প্যারালাইজড হয়ে গিয়েছেন। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়।' অজিত পাওয়ারের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যের নিন্দা করে এমনটাই বললেন মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে।

মানসিকভাবে প্যারালাইজডমানসিকভাবে প্যারালাইজড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 7:44 AM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে প্যারালাইজড হয়ে গিয়েছেন
  • এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়
  • এমনটাই বললেন মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে

'মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে প্যারালাইজড হয়ে গিয়েছেন। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়।' অজিত পাওয়ারের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যের নিন্দা করে এমনটাই বললেন মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে। 

তিনি এই বিষয়ে আরও বলেন, 'আমি বেশি কিছু বলতে পারব না। তবে দয়াকরে মহারাষ্ট্রকে এভাবে কলঙ্কিত করবেন না। এই ধরনের মন্তব্যে মহারাষ্ট্রের প্রতি অসম্মান হয়। মহারাষ্ট্রের সংস্কৃতি এমন নয়। আমার মনে হয় মহারাষ্ট্রের জনগণ তাঁকে এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা করবেন না।' 

কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা? 
এই ঘটনা নিয়ে প্রথম থেকেই তদন্তের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার সিঙ্গুরে সভায় যাওয়ার আগে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, 'ওই রাজ্যে একজন সাধারণ মানুষ তো বটেই, নেতানেত্রীরাও সুরক্ষিত নন। আমি জানি দুর্ঘটনার পিছনে আসলে কী কারণ রয়েছে। দুই দিন আগে আমি সামাজিক মাধ্যমে জানতে পেরেছি যে, অন্য এক দলের নেতা মন্তব্য করেন অজিত পাওয়ার বিজেপির সঙ্গ ত্যাগ করতে চাইছেন। আমি এর পূর্ণ তদন্ত চাই।'

পাশাপাশি তাঁর দাবি যে এই ঘটনার তদন্ত যেন কোনও কেন্দ্রীয় এজেন্সি না করে। বরং সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে যেন তদন্ত হয়।

এছাড়া অজিত পাওয়ারের মৃত্যুর খবর পাওয়ার শোক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজের সমাজমাধ্যমে লেখেন, 'অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। আমি সত্যিই বড় ক্ষতি অনুভব করছি। তাঁর কাকা শরদ পাওয়ারজি সহ পরিবার এবং প্রয়াত অজিতজির সমস্ত বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল। এই ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন রয়েছে।'

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথাবার্তা নিয়ে প্রথম থেকেই আক্রমণে নেমে পড়ে বিজেপি। তাদের পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মমতার দিকে তোপ দাগেন। তিনি দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। আর সেই একই ধারা বজায় রেখে আক্রমণে নেমে পড়লেন চন্দ্রশেখর বাওয়ানকুলে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানসিকভাবে প্যারালাইজড বলে তোপ দাগলেন। 

Advertisement

আর কী বললেন চন্দ্রশেখর?
অজিত পাওয়ারকে নিয়ে তিনি বলেন, 'তিনি আমার পরিবারের খুব কাছের মানুষ ছিলেন। ২২ বছর ধরে আমরা সুখ-দুঃখ একসঙ্গে ভাগ করে নিয়েছি।... তাঁর মৃত্যুতে মহারাষ্ট্রের বিরাট ক্ষতি হয়ে গেল।'

 

 

Read more!
Advertisement
Advertisement