Advertisement

Mamata Banerjee Meets Ranil Wickremesinghe: দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা মমতার, বিজনেস সামিটে আমন্ত্রিত বিক্রমাসিংহে

স্পেন যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে দেখা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ায়ের। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে পোস্টও করেছেন মমতা।

দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা মমতার
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 13 Sep 2023,
  • अपडेटेड 11:01 AM IST
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে দেখা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ায়ের
  • বিক্রমাসিংয়ের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী

স্পেন যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে দেখা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ায়ের। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে পোস্টও করেছেন মমতা। বিক্রমাসিংয়ের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমাকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে দেখেছিলেন এবং আমাকে কিছু আলোচনার জন্য যোগ দেওয়ার জন্য ডাকেন। আমি তাঁর শুভেচ্ছায় আপ্লুত হয়েছি এবং তাঁকে কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানিয়েছি। শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি আমাকে শ্রীলঙ্কা সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। এই সাক্ষাৎ খুবই আনন্দদায়ক ছিল।'

রাজ্যে শিল্প আনার লক্ষ্যেই দুবাই ও স্পেন সফরের জন্য মঙ্গলবার সকালে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগের লক্ষ্যে স্পেনের দুই শহর মাদ্রিদ ও বার্সেলোনা যাবেন তিনি। মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান লগ্নি টানতেই তাঁর এই সফর। মুখ্যমন্ত্রীর কথায়, 'পাঁচ বছর আগে স্পেন বইমেলায় এসেছিল। তাদের আমন্ত্রণেই যাচ্ছি। দুবাইতে বিজনেস সম্মেলন আছে। এনআরআই-দের সঙ্গে বৈঠক আছে। দেখনো কী হয়। সৌরভ মাদ্রিদ যাচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোটিং একজন করে প্রতিনিধিও যাচ্ছে।'

প্রথমে দুবাই, তারপর মাদ্রিদ, তারপর বার্সেলোনা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা ফেরার কথা। বুধবার মাদ্রিদ পৌঁছনোর কথা। বেশ কিছু শিল্প সম্মেলন রয়েছে।

এর আগে তার রাজ্যের জন্য বিনিয়োগ টানতে সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ড গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বছরের শুরুতে অনুষ্ঠিত ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলার (KIBF) থিম দেশ ছিল স্পেন। কলকাতা বইমেলার আয়োজকদের ২০২৫ সালে মাদ্রিদে লিবার বই মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে স্পেন।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement