নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকে তিনি যোগ দিতে পারেন বলে আগে জানা গেলেও, শেষ পর্যন্ত তেমনটা ঘটছে না। নীতি আয়োগের বৈঠকে না যাওয়ারই সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। একইসঙ্গে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানও তারা বয়কট করছে বলে জানিয়েছে তৃণমূল।
শাসক দল সূত্রে খবর, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন তিনি হয়ত ২৭ মে বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারেন। তবে ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপি তথা কেন্দ্র বিরোধী সুর চড়াতে চাইছে ঘাসফুল শিবির। আর সেই কারণেই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট
আর শুধু নীতি আয়োগের বৈঠকই নয়, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানও (New Parliament Building Inauguration) বয়কটের ডাক দিয়েছে তৃণমূল। ওই অনুষ্ঠানের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে প্রতিবাদ জানিয়েছে একাধিক বিরোধী দল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন উদ্বোধন করবেন, সেই প্রশ্ন তুলেছে বিজেপি বিরোধী বেশকিছু পার্টি। এখনও পর্যন্ত ১৯টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে। সেই দলগুলির মধ্যে রয়েছে কংগ্রেস, ডিএমকে, আপ, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী), সমাজবাদী পার্টি, সিপিআই, জেএমএম, কেরালা কংগ্রেস (মানি), বিদুথালাই চিরুথিগাল কচ্চি, আরএলডি, টিএমসি, জেডিইউ, এনসিপি, সিপিআই(এম) , আরজেডি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, ন্যাশনাল কনফারেন্স, রেভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি এবং মারুমলর্চি দ্রাবিড় মুনেত্র কাজগাম।
যে সমস্ত দল থাকতে পারে
তবে বেশকিছু দল আবার সেই অনুষ্ঠানে সামিল হওয়ারও ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে পঞ্জাবের শিরোমণি অকালি দল, ওড়িশার বিজেডি, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি, মায়াবতীর বিএসপি, শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি), সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম), রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (আরএলজেপি), আপনা দল (সোনেলাল), রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই), তামিল মানিলা কংগ্রেস, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম (এআইএডিএমকে), অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন (এজেএসইউ), মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), তেলেগু দেশম পার্টি (টিডিপি)। এছাড়াও দেবনাথন যাদবের প্রতিষ্ঠিত তামিলনাড়ুর ইন্ধিয়া মক্কাল কালভি মুনেত্রা কাজগাম (আইএমকেএমকে)-ও নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারে।