Advertisement

আজ গোয়ায় মমতা, তার আগে ছেঁড়া হল TMC নেত্রীর পোস্টার

বৃহস্পতিবার বিকালেই গোয়ায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিন পাহাড় সফর শেষে গোয়া যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেন, গোয়া যেতে পেরে আমি খুশি।সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলবো। জানা গিয়েছে, আপাতত বেশ কয়েকদিন গোয়াতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

সূর্যাগ্নি রায়
  • গোয়া,
  • 28 Oct 2021,
  • अपडेटेड 3:49 PM IST
  • আজ গোয়ায় মমতা
  • ছেঁড়া হল TMC নেত্রীর পোস্টার
  • সফরে নজর রয়েছে রাজনৈতিক মহলের

বৃহস্পতিবার বিকালেই গোয়ায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিন পাহাড় সফর শেষে গোয়া যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেন, গোয়া যেতে পেরে আমি খুশি।সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলবো। জানা গিয়েছে, আপাতত বেশ কয়েকদিন গোয়াতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বিশিষ্ট কয়েকজনের তৃণমূলে যোগদানেরও সম্ভাবনা রয়েছে এই সময়ে। এর পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও তৃণমূলে সামিল হতে পারেন বলে জল্পনা চলছে। সবকিছু ঠিক থাকলে সম্ভবত আগামী পয়লা নভেম্বর কলকাতায় ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্ল্যাকার্ড বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে। কয়েকদিন আগেই তৃণমূলের পোস্টার-প্ল্যাকার্ড ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেটা ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল।  গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছে। কংগ্রেসের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেও ভাঙণ ধরিয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে শোনা যাচ্ছে, গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে কথাবার্তা চলছে তৃণমূলের। তবে এবিষয়ে এখনও দুই দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে জোটের কোনও রাস্তা খুললে তা অন্য দিকে মোড় নিতে পারে বলেই মনে করছে তৃণমূল শিবির। তবে গোয়াতে আগামী নির্বাচনে তৃণমূল যে অংশ নেবে তা স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্বের কথাতেই। ইতিমধ্যে একঝাঁক তৃণমূল নেতা গোয়াতে আগে থেকেই রয়েছেন। 

বাংলা বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরা নজর রেখেছে তৃণমূল। ইতিমধ্যে এই রাজ্যে সংগঠন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। মাস দুয়েক আগেই ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নজর দিতে শুরু তৃণমূল শিবির। একাধিক তৃণমূল নেতা গোয়াতে যাওয়া এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগ স্বাভাবিক ভাবেই বিষয়টিতে অন্য মাত্রা এনে দিয়েছে। ফলে রাজনৈতিক মহলের এখন নজর গোয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement