কলকাতার আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় দেশ। এই আবহে আরও এক ধর্ষণের অভিযোগ উঠল। ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামে কিশোরীর সঙ্গে আলাপ হয় যুবকের। সেই আলাপ গড়ায় ঘনিষ্ঠতায়। মুম্বইয়ে গোরেগাঁও এলাকার একটি হোটেলে কাজ করেন যুবক। কিশোরীকে গুজরাটে নিয়ে যান যুবক। থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে কিশোরীর পরিবার। পরে নিজে থেকেই ফিরে আসে কিশোরী। বাড়িতে ঘটনার কথা জানান। তারপরেই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্প্রতি মহারাষ্ট্রের বদলাপুরে ২ শিশুর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। তার মধ্যেই সেই মহারাষ্ট্রে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল।
গত সপ্তাহে উত্তরাখণ্ডের নার্সের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। গত ৩১ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত ৮ অগাস্ট নার্সের দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজস্থান থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ৩১ জুলাই উত্তরাখণ্ডের রুদ্রপুরে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন নিহতের বোন। তারপরেই তদন্ত শুরু করে পুলিশ। গত ৮ অগাস্ট উত্তরপ্রদেশের বিলাসপুর শহরে ঝোপ থেকে পচাগলা দেহ উদ্ধার করা হয়। ওই নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।রুদ্রপুরে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন ওই নার্স। গত ৩০ জুলাই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরছেন তিনি। রুদ্রপুরের কাছে বিলাসপুর এলাকায় তাঁকে দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজের সেই সূত্র ধরে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তারপরেই উদ্ধার করা হয় দেহ। তদন্তে নেমে ধর্মেন্দ্র নামে এক ব্যক্তি এবং তাঁর স্ত্রীকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত। ৩০ জুলাই সন্ধ্যায় নার্সকে ধর্ষণ করে খুন করা হয় বলে জানা গিয়েছে। ধর্ষণ করে খুনের পর নির্যাতিতার মোবাইল ফোন এবং ৩০ হাজার টাকা লুট করে অভিযুক্ত।