Advertisement

Kangana Ranaut: 'তিনি ড্রাগ নেন কিনা দেখুন', রাহুলের 'শিবের বরযাত্রী' মন্তব্যে আক্রমণ কঙ্গনার

দু'দিন আগে সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে ফের একবার বিজেপিকে টার্গেট করে ভাষণে ঝড় তোলেন। তিনি ‘মহাভারত’ এর প্রসঙ্গ তুলে ‘চক্রব্যূহ’ নিয়ে নিশানা করেন বিজেপিকে। তারই পাল্টা রাহুলকে নিশানা করেন সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওত। 'শিবের বরযাত্রী' নিয়ে সংসদে লোকসভার বিরোধী রাহুল গান্ধীর বক্তব্যকে নিশানা করেন কঙ্গনা। বলেন, "আমাদের গণতন্ত্রে প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন।

কঙ্গনা রানাওতকঙ্গনা রানাওত
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Jul 2024,
  • अपडेटेड 10:52 AM IST

Kangana Ranaut: দু'দিন আগে সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে ফের একবার বিজেপিকে টার্গেট করে ভাষণে ঝড় তোলেন। তিনি ‘মহাভারত’ এর প্রসঙ্গ তুলে ‘চক্রব্যূহ’ নিয়ে নিশানা করেন বিজেপিকে। তারই পাল্টা রাহুলকে নিশানা করেন সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওত। 'শিবের বরযাত্রী' নিয়ে সংসদে লোকসভার বিরোধী রাহুল গান্ধীর বক্তব্যকে নিশানা করেন কঙ্গনা। বলেন, "আমাদের গণতন্ত্রে প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী কি লিঙ্গ, বয়স, বর্ণ ও শ্রেণি বিবেচনা করে নির্বাচিত হন?" তিনি আরও বলেন, যারা এ ধরনের কথা বলে তারা প্রতিদিন সংবিধানকে আঘাত করে।

কঙ্গনা রানাওত প্রশ্ন তুলেছেন, এখন কী বয়স ও লিঙ্গের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন? আগামী কাল তারা বলবে, গায়ের রঙের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তারা কি গণতন্ত্রকে সম্মান করে না?

'কমেডি শো করা হয়েছিল সংসদে...'
কঙ্গনা রাহুলকে আক্রমণ করে বলেন, "গতকালও সংসদে একটি কমেডি শো করা হয়েছিল, তাদের মধ্যে কোনও মর্যাদা নেই। গতকাল তিনি সেখানে বলছেন শিবের বরয়াত্রী এবং এটি চক্রব্যূহ। আমার মনে হয় তিনি ড্রাগ নিচ্ছেন কিনা তা পরীক্ষা করা দরকার।"

তিনি আরও বলেন, "গতকাল, তিনি যে অবস্থায় সংসদে পৌঁছে অশালীন কথা বলেন তা দেখে আমি অবাক হয়েছিলাম। সংসদে তিনি বলেছিলেন, "এই প্রতিযোগিতা শিবের বরযাত্রী এবং চক্রব্যূহের মধ্যে, মনে হয় না যে একজন ব্যক্তির হওয়া উচিত। ওষুধের জন্য পরীক্ষা করা হয়েছে আমি মনে করি সে হয় মাতাল বা মাদকের প্রভাব।"

কী বলেন রাহুল গান্ধী?
লোকসভায়, রাহুল গান্ধী কেন্দ্রীয় বাজেটকে মহাভারতের 'চক্রব্যূহ' সঙ্গে তুলনা করেছিলেন, যেখানে চক্রব্যূহের ফাঁদে পড়ে অভিমন্যুকে হত্যা করা হয়েছিল। রাহুল গান্ধী আরও বলেন, যে 'চক্রব্যূহ' তৈরি করা হয়েছে তা কোটি কোটি মানুষের ক্ষতি করেছে। আমরা এই চক্রব্যূহকে ভেঙে দেব। এটি ভাঙার সবচেয়ে বড় উপায় হল জাতগণনা। যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement