২৮ জুলাই মঙ্গলের গোচরের ফলে কয়েকটি রাশির জীবনে বড়সড় প্রভাব পড়বে। আগামী ১ মাস পর্যন্ত অশুভ সময়ের সম্মুখীন হতে হবে সেই সব রাশির জাতকদের।
শ্রাবণ মাস চলছে। শ্রাবণের এই মাসে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে ২৮ জুলাই, সোমবার। জ্যোতিষবিদদের মতে, মঙ্গলের কন্যা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মঙ্গল এবং কেতুর সংযোগ হবে। এর জেরে তৈরি সমাপ্ত হবে অশুভ যোগ কুজকেতু।
তবে মঙ্গল এবং রাহুর সঙ্গ বজায় থাকবে। মনে করা হচ্ছে রাহু এবং মঙ্গল দুই-ই অত্যন্ত অশুভ এবং বিপজ্জনক।
জ্যোতিষবিদ্যা অনুযায়ী, মঙ্গলের গোচরের জন্যও একাধিক রাশিকে সাবধান থাকতে হবে। এর প্রভাব পড়বে দেশ-দুনিয়া জুড়ে। প্রভাব মূলত নেতিবাচকই হবে।
মিথুন: মঙ্গলের গোচর মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত অশুভ মনে করা হচ্ছে। আর্থিক সমস্যা তৈরি হতে পারে। অফিসে অনেক চড়াই-উতরাইয়ের মোকাবিলা করতে হতে পারে। পরিবারেরও ঝামেলা-অশান্তি লেগেই থাকবে।
তুলা: মঙ্গলের গোচর তুলা রাশির জাতকদের খরচ বাড়িয়ে দিতে পারে। মানসিক সমস্যার মুখোমুখি হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে।
ধনু: মঙ্গল গোচরের ফে ধনু রাশির জাতকরা আক্রমণাত্মক স্বভাবের হয়ে উঠতে পারেন। বাদানুবাদে না জড়ানোই ভাল। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এই রাশির জাতকদের। আর্থিক কাজেও তেমন কোনও লাভ হবে না এঁদের।
মকর: পয়সা বাঁচাতে পারবেন না মকর রাশির জাতকরা। হু হু করে বাড়বে খরচ। আইনি বিপাকে পড়তে পারেন এঁরা। একইসঙ্গে এঁদের ভোগাবে স্বাস্থ্যও।
মীন: মীন রাশির জাতকদের পেশাগত জীবনে সমস্যা বাড়বে। টাকাপয়সা নিয়ে অত্যন্ত সাবধানে থাকতে হবে। বিনিয়োগ থেকে এই সময়ে দূরে থাকাই ভাল। কারও সঙ্গে কথা বলার আগেও ১০ বার ভাবতে হবে এই রাশির জাতকদের।