মণিপুরে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর স্তম্ভিত গোটা দেশ। এখানে কুকি সম্প্রদায়ের ২ জন মহিলাকে নগ্ন করে অত্যাচার করা হয়। এই ভিডিওটি ৪ মের, যা গত বুধবার ভাইরাল হয়েছিল। কিন্তু যেটা জানার পরে সকলে আরও চমকে উঠছেন, তা হল, গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই জঘন্য ঘটনাটি যেখানে ঘটেছে, তার এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত দেশের সেরা পুলিশ স্টেশনটি।
প্রতি বছর সরকারি ভাবে দেশের একটি করে থানা নির্বাচিত করা হয়, সবচেয়ে ভাল কাজ ও অন্যান্য নানা মাপকাঠির নিরিখে। দেশের সেরা থানা হিসেবে চিহ্নিত করা হয় সেটিকে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয় সেই থানার নাম। যে যে মাপকাঠিতে থানার সেরা পারফরমেন্স বিচার করা হয়, তার মধ্যে অন্যতম হল মহিলাদের বিরুদ্ধে অন্যায়ে সেই থানা কতটা ভাল কাজ করেছে।
এই দিকটি আরও বিপজ্জনক। ইন্ডিয়া টুডেস ওপেন-সোর্স ইন্টেলিজেন্স (OSINT) টিম স্যাটেলাইট ছবিগুলি বিশ্লেষণ করেছে। এই ফুটেজে স্পষ্টতই জানা যায় যে, সরকার দেশের সেরা থানার মর্যাদা দেওয়া থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে।
প্রতি বছর, ভারত সরকার বিভিন্ন পরামিতিগুলির উপর পরীক্ষা করার পরে সারা দেশে সেরা পারফরম্যান্সকারী থানাগুলি নির্বাচন করে। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিবৃতি অনুসারে, নির্বাচনের মানদণ্ডের মধ্যে রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের পাশাপাশি দুর্বল বিভাগের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পুলিশের কর্মক্ষমতা। ২০২০ সালে নংপোক সেকমাই থানাকে 'দেশের সেরা থানার' মর্যাদা দেওয়া হয়েছিল। যে ভিডিওটি দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে সেই স্থান থেকে মাত্র এক কিলোমিটার দূরে যেখানে জনতা কুকি সম্প্রদায়ের নারীদের মারধর করেছে।
স্যাটেলাইট ছবি ও ভিডিও ফুটেজ মিলেছে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ মে নারীদের ওপর হামলা চালানো হলেও গত ১৯ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশের প্রতিটি নাগরিক ক্ষুব্ধ। ঘটনার সঠিক অবস্থান শনাক্ত করতে আজ তক দক্ষিণের শিখরগুলোর ওপেন সোর্স স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে যে ঘটনাটি বিকাল ৩টের সময় ঘটেছিল।