Advertisement

Manipur Violence : মণিপুরে হিংসায় আরও একজনের মৃত্যু, কংগ্রেস ও বিজেপির পার্টি অফিসে হামলা

মণিপুরে নতুন করে হিংসায় মৃত্যু আরও একজনের। রবিবার মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরিবাম জেলায় গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলি লেগে মারা যায় ২০ বছরের এক যুবক।

manipur
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Nov 2024,
  • अपडेटेड 1:23 PM IST
  • রবিবার রাতে মণিপুরে ফের হিংসা
  • সেই রাজ্যে ফের একজনের মৃত্যু হয়েছে

মণিপুরে নতুন করে হিংসায় মৃত্যু আরও একজনের। রবিবার মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরিবাম জেলায় গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলি লেগে মারা যায় ২০ বছরের এক যুবক। তার নাম কে আথৌবা। আরও একজন জখম হয়। রাত এগারোটা নাগাদ বাবুপাড়ায় এই ঘটনা ঘটে। 

এদিকে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উন্মত্ত জনতা ওই এলাকায় তাণ্ডব চালায়। কংগ্রেস ও বিজেপির পার্টি অফিয়ে হামলা করে। সেখানে থাকা আসবাবপত্র তুলে নিয়ে যায়। ভাঙচুর করে। জিরিবাম থানার মাত্র ৫০০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটে। গোটা জেলাজুড়ে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। 

জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সম্পর্কে কোনও তথ্য এখনও সরকারিভাবে পাওয়া যায়নি। এদিকে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মণিপুরের পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা। সেখানে সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন। কীভাবে সেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

মণিপুরে নতুন করে হিংসা ছড়ানোর পর সেই রাজ্যে যান সিআরপিএফ-এর ডিজি অনীশ দয়াল সিং। ১৬ নভেম্বর বিক্ষোভকারীরা ইম্ফল উপত্যকায় বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীর বাসভবনে হামলা চালায়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনেও হামলার চেষ্টা করে বিক্ষুব্ধরা। 

মণিপুর পুলিশ এই সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করে। ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে ইম্ফল উপত্যকায় ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা স্থগিত রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement