দুই পড়ুয়ার মৃত্যুতে ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। নতুন করে রাজ্যে শুরু হয়েছে অশান্তি। জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর চলছে। পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা। বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh) জানান, দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে, তদন্ত করতে বুধবারই ইম্ফলে পৌঁছয় সিবিআই-র দল।
এজেন্সির স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনাগরের নেতৃত্বে সিবিআই আধিকারিকদের একটি দল বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল পৌঁছেছে এবং অপরাধের তদন্ত শুরু করেছে। সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ফোকাস হবে অপরাধের স্থান চিহ্নিত করা, মৃতদেহ উদ্ধার করা এবং অপরাধীদের পেরেক দেওয়া।
দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে মণিপুরে। ফিজাম হেমজিৎ (২০) এবং হিজাম লিন্থোইঙ্গাম্বি (১৭) জুলাই মাসে অপহরণ করা হয়েছিল বলে জানা যাচ্ছে।
বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোকে, মণিপুর সরকার সমগ্র রাজ্যকে একটি "অশান্ত এলাকা" ঘোষণা করেছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, ১৯টি নির্দিষ্ট থানা এলাকা ছাড়া সমগ্র রাজ্যকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (AFSPA) এর অধীনে "অশান্ত এলাকা" হিসাবে ঘোষণা করা হয়েছিল। ইম্ফলে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস, স্মোক বম্ব, লাঠি চার্জে কমপক্ষে ৬৫ জন পড়ুয়া আহত হয়। বুধবার থৌবাল জেলায় বিজেপি মন্ডল অফিসে আগুন লাগিয়ে দেয়। ইন্দো-মায়ানমার হাইওয়েতেও কাঠের গুড়ি ও ইলেকট্রিক পোল ফেলে দিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।