Advertisement

Manmohan Singh: পাকিস্তান থেকে দেখা করতে আসেন ছোটবেলার বন্ধু, ঘড়ি উপহার দেন মনমোহন

২০০৮ সালের কথা। তখন ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং। সেই সময় পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন বিশেষ অতিথি রাজা মোহাম্মদ আলি। উদ্দেশ্য ছিল, ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করা। তাঁর সেই ছোটবেলার বন্ধু ছিলেন স্বয়ং মনমোহন সিং। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 8:03 AM IST
  • পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন বিশেষ অতিথি রাজা মোহাম্মদ আলি।
  • উদ্দেশ্য ছিল, ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করা।
  • তাঁর সেই ছোটবেলার বন্ধু ছিলেন স্বয়ং মনমোহন সিং। 

২০০৮ সালের কথা। তখন ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং। সেই সময় পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন বিশেষ অতিথি রাজা মোহাম্মদ আলি। উদ্দেশ্য ছিল, ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করা। তাঁর সেই ছোটবেলার বন্ধু ছিলেন স্বয়ং মনমোহন সিং। 

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশে (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেছিলেন মনমোহন। ১৯৪৭ সালে দেশভাগের পর মনমোহনের পরিবার ভারতে চলে আসে। সেই সময় তাঁর বয়স ছিল ১৪। ভারতে এলেও ছোটবেলার বন্ধুকে কখনওই ভোলেননি মনমোহন। 

মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হন, তখন এই খবর পৌঁছে যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তাঁর নিজ গ্রাম গাহে। যেখানে তাঁর ছোটবেলার বন্ধুরা এখনও রয়েছেন। সেই বন্ধুদের  মধ্যে একজন হলেন রাজা মোহাম্মদ আলি। ২০০৮ সালে মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন তিনি।

দুই বন্ধু একে অপরকে উপহারও দেন। শোনা যায়, মনমোহনকে তাঁর গ্রামের একটি ছবি উপহার দিয়েছিলেন রাজা মোহাম্মদ। আর বাল্য বন্ধুকে উপহার হিসাবে মনমোহন দিয়েছিলেন পাগড়ি, শাল ও টাইটানের ঘড়ি। মনমোহনের প্রয়াণে বন্ধুত্বের সেই স্মৃতিকথাই প্রকাশ্যে এসেছে। 

বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের ২ বারের প্রধানমন্ত্রী। বয়স হয়েছিল ৯২। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে দিল্লি এমসের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।সেখানেই তাঁর মৃত্যু হয়। আজ শেষকৃত্য সম্পন্ন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে পারে মোদী সরকার। শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিন সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হতে পারে। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ অনেকে। 
 

Read more!
Advertisement
Advertisement