Advertisement

Arunachal Pradesh Accident: অরুণাচলে ভারত-চিন সীমান্তে খাদে পড়ল ট্রাক, মৃত কমপক্ষে ১৭ পরিযায়ী শ্রমিক

অরুণাচল প্রদেশের চিন সীমান্ত লাগোয়া একটি খাদে ১০ হাজার ফুচ উঁচু থেকে খাদে পড়ে গেল ট্রাক। ২১ জন শ্রমিক ছিল ওই ট্রাকে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যেকেই অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বলে খবর।

অরুণাচল প্রদেশের দুর্ঘটনা অরুণাচল প্রদেশের দুর্ঘটনা
Aajtak Bangla
  • অরুণাচল প্রদেশ ,
  • 11 Dec 2025,
  • अपडेटेड 4:24 PM IST
  • অরুণাচলে ১০ হাজার ফুট উচ্চতা থেকে খাদে পড়ল গাড়ি
  • এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে
  • প্রত্যেকেই অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন

অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তের হায়ুলিয়াং-চাগলাগাম সড়কে বৃহস্পতিবার একটি বড় দুর্ঘটনা ঘটেছে। ২১ জন শ্রমিককে নিয়ে একটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। আনজাওয়ের ডেপুটি কমিশনার মিলো কোজিন বলেন, 'কমপক্ষে ১৭ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।' ওই ট্রাকের মধ্যে অসমের তিনসুকিয়া জেলার পরিযায়ী শ্রমিকরা ছিলেন বলে খবর। 

ঘটনাটি ঘটেছে গত সোমবার। তবে বারতজোরে প্রাণ বেঁচে যাওয়া একটি শ্রমিক কোনওমতে সদর শহরে পৌঁছে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি জানানোর পর এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, ভারত-চিন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিমি দূরে চাগলাগামে ১০ হাজার ফিট উচ্চতা থেকে গাড়িটি খাদে পড়ে যায়। মাথায় গুরুতর চোট পাওয়া এবং মুখের হাড় ভেঙে যাওয়া একটি শ্রমিককে উদ্ধার করে অসমে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। 

উদ্ধারকাজের জন্য অসমের ডিব্রুগড়ের একটি NDRF টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সূত্রের খবর, দ্রুতগতিতে ট্রাকটি ভারত-চিন সীমান্তের হায়ুলিয়াং-চাগলাগাম সড়ক দিয়ে যাচ্ছিল। পাহাড়ি রাস্তা পার হওয়ার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। লিশ জানিয়েছে, ওই রাস্তাটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধার কাজও অত্যন্ত ধীর গতিতে চলছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল, ট্রাকটি সম্পূর্ণ ভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ফলে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে উঠেছে।

 

Read more!
Advertisement
Advertisement