Advertisement

Naxal Attack : নকশাল হামলায় রক্তাক্ত ছত্তিশগড়, শহিদ ৯ জওয়ান

ছত্তিশগড়ের বিজাপুরে নকশাল হামলা। সেনা জওয়ানদের কনভয়ে হামলা চালায় নকাশালরা। ঘটনায় ৯ জওয়ান শহিদ হন। নকশালরা আইইডি বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রমণ  সিং।

Chhattisgarh Ied Blast Chhattisgarh Ied Blast
Aajtak Bangla
  • বিজাপুর ,
  • 06 Jan 2025,
  • अपडेटेड 4:29 PM IST
  • বিজাপুরে নকশালদের হাতে শহিদ ৯ জওয়ান
  • জওয়ানদের গাড়ি লক্ষ্য করে আইইডি ব্লাস্ট করে নকশালরা

ছত্তিশগড়ের বিজাপুরে নকশাল হামলা। সেনা জওয়ানদের কনভয়ে হামলা চালায় নকশালরা। ঘটনায় ৯ জওয়ান শহিদ হন। নকশালরা আইইডি বিস্ফোরণ ঘটায়। জানা যাচ্ছে, যে বিস্ফোরক বোঝাই একটি গাড়িকে কনভয়ের সামনে বিস্ফোরণ ঘটায়। 

প্রসঙ্গত, কয়েকদিন থেকেই ছত্তিশগড়জুড়ে নকশালবিরোধী অভিযান চালাচ্ছে সেনা। তারমধ্যেই এই হামলার ঘটনা। জানা যাচ্ছে, বিজাপুরে, নিরাপত্তা বাহিনীর ওই দলটি সার্চ অপারেশন শেষ করে ফিরে আসছিল। তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। কাতরু থানার আম্বেলি গ্রামের কাছে এই বিস্ফোরণ হয়। হামলায় নিহতদের মধ্যে ৮ জন ডিআরজি জওয়ান এবং একজন চালক রয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।  

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রমণ  সিং। তিনি বলেন, 'নকশালদের বিরুদ্ধে বড় কোনও অভিযান করলেই তারা হামলা করে। এই হামলা কাপুরুষের মতো। পিছন থেকে করে। যে জওয়ানরা শহিদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। রাজ্য ও কেন্দ্র সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে। তবে নকশালবিরোধী অভিযান থামবে না। কী কী পদক্ষেপ করা যায় সেই ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে।' 

 বাস্তারের আইজি জানান, গত ২ থেকে ৩ দিন ধরে বিজাপুর ও তৎসংলগ্ন এলাকায় নকশাল বিরোধী অভিযান চলছিল। তাতে একাধিক নকশাল মারাও পড়ে। সেই অভিযান শেষে জওয়ানদের একটি গাড়ি ফিরছিল। সেই গাড়ির কাছেই আইইডি ব্লাস্ট করানো হয়। তাতেই জওয়ানরা শহিদ হন। 

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জানান, ২০২৬ সালের মধ্যে ছত্তিশগড়কে নকশালমুক্ত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে কাজ হচ্ছে। নকশালরা ভয় দেখানোর চেষ্টা করলেও অভিযান থামবে না। 

Read more!
Advertisement
Advertisement